কোনও চরিত্রে একবার জনপ্রিয় হলে, পরপর সেই ধাঁচের প্রস্তাবই আসতে থাকে। ‘নাম শাবানা’-ছবিতে গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছিলেন তাপসী পান্নু। ফের নতুন একটি ছবিতে গুপ্তচরে হওয়ার প্রস্তাব এসেছে তার কাছে। তাপসীও নাকি তাতে রাজিও হয়েছেন।
জানা গেছে, লেখক শিব অরুর ‘অপারেশন জিন্না’ বইয়ের গল্প অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে। সেখানেই কেন্দ্রীয় চরিত্রে তাপসীকে ভাবা হচ্ছে। বইয়ের গল্প অনুযায়ী, কাশ্মীরের পহেলগাঁও থেকে একটি মেয়েকে কিডন্যাপ করে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা। মেয়েটি ভারতীয় আর্মি অফিসারের সন্তান। তার পর সেই মেয়েটিকে ফিরিয়ে আনার মিশন নিয়ে জন্য একটি সিক্রেট টিম তৈরি হয়। সেই মিশনের পুরোভাগে থাকার কথা তাপসীর। ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যও থাকবে।
তাপসী এর আগে ‘নাম শাবানা’ এবং ‘বেবি’তেও অ্যাকশন করেছেন। সুতরাং তার সমস্যা হওয়ার কথা নয়। কিছু দিন আগে এক ব্যক্তি টুইটারে শিবের বইয়ের প্রচ্ছদের ছবিটি দিয়ে লেখেন, তাপসীর সঙ্গে কতটা মিল আছে। তাতে তাপসী পাল্টা মন্তব্য করেন, ‘দেখা যাচ্ছে পোস্টার তৈরি, তা হলে এবার ছবি শুরু করা যাক?’ সুতরাং তিনিও যে শ্যুটিং শুরু করার জন্য প্রস্তুত এটা স্পষ্ট।
বিডি-প্রতিদিন/ ৯ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩