Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৪৯
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৫৭

মাস ব্যাপী শাকিব খান চলচ্চিত্র উৎসব

অনলাইন ডেস্ক

মাস ব্যাপী শাকিব খান চলচ্চিত্র উৎসব

ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খান। চলচ্চিত্রের পর্দায় শাকিবের রাজত্ব গত এক যুগের। এর পাশাপাশি তিনি অন্তর্জালেও রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। শাকিব খানের দর্শকপ্রিয় ছবি নিয়ে চলছে মাসব্যাপী চলচ্চিত্র উৎসব। 

বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা’য় শুরু হওয়া এই উৎসবের নাম ‘শাকিব খান চলচ্চিত্র উৎসব’। ৯ ফেব্রুয়ারি থেকে মাছরাঙা টেলিভিশনে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ৯টায় প্রচার হচ্ছে শাকিব খান অভিনীত ছবি। 

মাসব্যাপী এই চলচ্চিত্র উৎসবে শাকিব খান অভিনীত দর্শকপ্রিয় ছবিগুলো দেখানো হবে বলে জানিয়েছে মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ।

ছবিগুলোর তালিকায় আছে- সোহানুর রহমান সোহানের ‘কোটি টাকার প্রেম’, ‘কথা দাও সাথী হবে’, ‘পরান যায় জ্বলিয়া রে’, শাহীন সুমনের ‘এক বুক জ্বালা’, ‘জন্ম তোমার জন্য’, বদিউল আলম খোকনের ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘মাই নেম ইজ সুলতান’, সাফিউদ্দিন সাফির ‘ফাঁদ’, এফআই মানিকের ‘বিয়ের প্রস্তাব’, শাহদাৎ হোসেন লিটনের ‘অন্তরে আছো তুমি’, মহম্মদ হান্নানের ‘নয়ন ভরা জল’, সোহেল আরমানের ‘এই তো প্রেম’ ইত্যাদি।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য