বন্ধু দিবস ঘিরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একদল তরুণের যাপিত জীবন, তাদের বন্ধুত্ব ও উড়ন্তপনার সিনেমা 'উড়াল'। জোবায়দুর রহমানের পরিচালিত এই সিনেমাটি শুক্রবার থেকে দেশের চারটি প্রেক্ষাগৃহে চলছে।
'উড়াল' সিনেমার অভিনেতা মাহফুজ মুন্না বলেন, "দুই বছর আগের এই দিনে আমাদের সিনেমাটি নির্মাণ শুরু হয়। এই একই দিনে প্রেক্ষাগৃহেও এসেছে। বন্ধু দিবসকে উদযাপন করার জন্য বন্ধুত্বের গল্পের এই সিনেমাট সকলের দেখা প্রয়োজন।"
মুন্না জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, মিরপুর ও চট্টগ্রাম শাখায় দেখা যাচ্ছে 'উড়াল'। এছাড়াও ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও উত্তরার ম্যাজিক মুভি থিয়েটারে সিনেমাটি চলছে। ‘উড়াল’ সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সম্রাট প্রামাণিক। প্রযোজনা করেছেন অভিনেতা শরীফ সিরাজ।
এই সিনেমার বেশির ভাগ শিল্পীই তরুণ এবং এটিই তাদের প্রথম সিনেমা বলে জানিয়েছেন পরিচালক জোবায়দুর রহমান। নতুন অভিনয়শিল্পীরা হলেন- সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সুত্রধর, কাব্যকথা, কে এম আব্দুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফসহ কয়েকজন। জোবায়দুর রহমান বলেছেন, চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পর তিনি নতুনদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন।
অভিনয়শিল্পীদের কাজ নিয়ে রহমান বলেন, “আমাদের বাজেটের সীমাবদ্ধতা ছিল। শুটিংয়ে বিলাসিতার কোনো সুযোগ ছিল না। তবে, সবার মধ্যেই ভালো করার আগ্রহ কাজ করেছে। সবার সহযোগিতায় আমরা একটি ভালো কাজের চেষ্টা করেছি। এবার দর্শকের প্রতিক্রিয়া দেখার পালা।"
'উড়াল' সিনেমার শুটিং হয় ২০২৩ সালে। উত্তরবঙ্গের সৈয়দপুর ও পার্বতীপুর, নড়াইলে দৃশ্য ধারণের কাজ করেছে সিনেমার টিম। আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও এই দিবসটি অনেকে উদযাপন করে থাকেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ