১৫ জানুয়ারি, ২০২২ ১৭:৫০

এই শহর আমার নয়

আসিফ ইকবাল

এই শহর আমার নয়

আসিফ ইকবাল

এই শহর আমার নয়
এই শহরে আমি আর থাকবো না
নির্লজ্জ, বেহায়া, বেশরম, বেলাজের বাস এই শহরে
এই শহর এখন কপটতায় ভণ্ডামীতে ভরা
বিভ্রান্তকারী, মিথ্যুক, অসাধু, মিথ্যা অভিনয়ে ভরা!

এই শহর এখন তোমার শহর
শহরের অলিগলিতে তোমার বাস
তোমার বিষাক্ত নিঃশ্বাসে ভরা শহরে অক্সিজেন নেই
কার্বন ডাই অক্সাইডে ভরা বাতাস
প্রাণভরে নিঃশ্বাস নিতে পারছে না শহরবাসী!

আমার প্রিয় শহর তোমার সর্বগ্রাসী থাবায় খণ্ডবিখণ্ড
এখানে কেউ প্রাণভরে নিঃশ্বাস নিতে পারে না
এখন কেউ প্রাণ খুলে কথা বলতে পারে না
কেউ বুক টান টান করে হাঁটে না
এখানে কেউ ভালোবাসার কথা বলে না
সবাই তোমার মিথ্যা অভিনয়ে বিভ্রান্ত, পথভ্রষ্ট
তোমার মায়াজালে আচ্ছন্ন সবাই নেশাগ্রস্ত...

আমার প্রিয় শহরে এক সময় সব ছিল
হাসির ছলকে উছলিত, কান্নায় সমবেদনা
মন উতলা গান, ভালোলাগার কবিতা- সব ছিল
তোমার প্রতি প্রেম ছিল, ভালোবাসা ছিল
এসবে সরব ছিল আমার প্রিয় শহর
সব ছিল, যখন তুমি ছিলে না।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর