১৭ মে, ২০২২ ১৫:৪৩

কেমডেনের ডেপুটি মেয়র সিলেটের নাজমা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

কেমডেনের ডেপুটি মেয়র সিলেটের নাজমা

নাজমা রহমান

যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান। তিনি সিলেট সিটি করপোরেনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী। গত সোমবার তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

একজন মেয়রের পাশাপাশি কাউন্সিলরদের মধ্য থেকে নির্বাচিত করা হয় ডেপুটি মেয়র। আগামী এক বছরের জন্য কেমডেন কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করবেন নাজমা।

নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি। 

উল্লেখ্য, গত ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন পেশায় পুষ্টিবিদ নাজমা রহমান। এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই দল থেকে প্রার্থী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

ব্যক্তিজীবনে আজাদ-নাজমা দম্পতি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক ও জননী। তাদের বড় মেয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে চাকরি করছেন। আর একমাত্র ছেলে কোরআনে হাফেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আর ছোট মেয়ের বয়স দেড় বছর।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর