এই যে রাস্তায় অসহায়ের মতো পড়ে থাকা বিড়াল, কুকুরের বাচ্চাগুলো আপনারা কেউ কেউ বর্বরের মত হত্যা করে ফেলেন, আপনাদের বুকে ব্যথা হয় না! আচরণ দেখে তো আপনাকে মানুষ রূপী হায়েনা মনে হয়! প্রকৃতির হিসেব সব সময় দৃশ্যমান নাহ, মাথায় রাখবেন...!
অসহায়, নিরীহ প্রাণীর কষ্ট উপলব্ধি করতে পারেন না, এক মুঠো খাবার দিয়ে দেখেন না কখনো, উল্টো প্রাণ নিয়ে নেন, হিসাব শেষ হয়ে গেলো ভাবছেন? সেদিন বেশি দূরে নয় যেদিন আপনার সন্তানই হন্তারকের ভূমিকায় আসবে অদূর ভবিষ্যতে!
ভালবাসতে না পারলে এড়িয়ে যান, নিরীহ, অসহায়ের উপর জালিমের মতো আচরণ করবেন না। মাথায় রাখবেন প্রাণীকল্যাণে যে আইন, সেটির প্রয়োগও শুরু হয়েছে!
আর এতটুকু প্রতিজ্ঞা আমি নিজেও করছি, এরকম যে কয়টি ইস্যু আমার নজরে আসবে, বিদ্যমান আইনে আপনি অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে আমি অবশ্যই তৎপর থাকবো! 
ওভার এন্ড আউট...  
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        