২৭ জুন, ২০২২ ১১:০৭

‘সর্ববিষয়ে জ্ঞানসমৃদ্ধ মহাশয়ের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে!’

ইফতেখায়রুল ইসলাম

‘সর্ববিষয়ে জ্ঞানসমৃদ্ধ মহাশয়ের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে!’

ইফতেখায়রুল ইসলাম

মানুষটা সবসময় সব বিষয়ে প্রতিক্রিয়া দেন! পড়তেও ভালই লাগে। তিনি নিজেতে বেশ আত্মমুগ্ধ এবং ধরেই নেন যাহা বলেন তাহাই যথার্থ! এমন মানুষ যে হারে জ্ঞান বিতরণ করে চলেছেন, আল্লাহ মালুম কি শিখিয়ে বেড়াচ্ছেন...!

একেকজনের দায়িত্বের দায়ভার আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে দিব্যি আরামে নিদ্রা কাটান এবং সবসময়ের মতো নিজেকে সঠিক ভেবে পরামর্শ দিতেই থাকেন!

সর্ববিষয়ে জ্ঞানসমৃদ্ধ এরূপ দুর্লভ শ্রেণির মহাশয়ের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে! পাবলিককে কি করে ভুলভাল বলে কথা খাওয়ানো যায় সেই বিদ্যে এই শ্রেণির আছে বৈকি!

‘আমি এবং আমার চিন্তা সেরা টাইপ’ এই মানুষের প্রতি মনের কোণ থেকে ভালবাসা। সর্ববিষয়ে জ্ঞাত এই মহানগণ আরও নিজেকে শ্রেষ্ঠ ঘোষণা করবার শক্তি অর্জন করুন।

লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

সর্বশেষ খবর