মিস্টার অনন্ত জলিল।
আন্তর্জাতিক মানের সিনেমা! আন্তর্জাতিক মানের সিনেমা!
আমি আমার অভিনীত আন্তর্জাতিক মাইলস্টোন ইন্টারন্যাশনাল চলচ্চিত্রের পোস্টরগুলো দিলাম, দেখে নিন।
আপনার এই ডায়লগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি বিশেষ করে আমি অনেক বিরক্ত হয়েছি।
আন্তর্জাতিক চলচ্চিত্র বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন?
আমার অভিনীত অনেক বিগ বাজেটের অ্যাকশনধর্মী সুপার বাম্পার ব্লকবাস্টার আন্তর্জাতিক চলচ্চিত্র।
Qatilon Qey Qatil & Badla, Aaug Aur sholay, Bardhast, Akhiri faisala মতো চলচ্চিত্রগুলি নেখে নিবেন আশা করি।
আপনি আবার বলেছেন এদেশে এর আগে এরকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোনো শিল্পী এরকমভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি।
এ বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেলো না?
মিস্টার অনন্ত জলিল আপনি হয়তো জানেন না।
আজ থেকে প্রায় ৩০ বছর আগেই অসংখ্য আন্তর্জাতিক ব্যবসাসফল চলচ্চিত্রে আমি দাপটের সাথে অভিনয় করেছি। সেখানে তুরস্ক, ইরাক, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড, হংকংসহ পাকিস্তানের আরও নিজস্ব ৩টি ভাষা উর্দু, পাঞ্জবি, পশতু ভাষার ব্যবসাসফল বহু চলচ্চিত্রে সুনামের সাথে আমি অভিনয় করেছি।
বাংলাদেশ থেকে একমাত্র ববিতা আপা, আমি ও রোজিনা আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য কাজ করেছি। কিন্তু  সর্বাধিক কাজ একমাত্র আমি করেছি।
তাই কিছু বলার আগে একটু ভেবে নিবেন আর বাংলা চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে কিছুটা অনুধাবন করবেন।
আমি আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই যে চলচ্চিত্রের এই ক্রান্তিলগ্নে আপনি আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন এবং ভবিষ্যতে আরও করবেন আশা করি।
শুধু একটাই অনুরোধ থাকবে আপনার কাছে, এদেশের চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ইতিহাস জেনে তারপর আপনি আপনার মতো নিজস্ব মত প্রকাশ করবেন।
(ফেসবুক থেকে সংগৃহীত)
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        