ইদানীং কিছু লেখা ব্যাপকহারে শেয়ার হচ্ছে। লেখার বক্তব্য নিঃসন্দেহে ভাল লাগার, এক কথায় অসাধারণ। সমস্যা এখানে না, সমস্যা হলো অন্য জায়গায়...।
অনেক সময় লেখকের পরিচয় আমাদের জানা থাকে না! কথা হলো কোনো লেখার লেখকের পরিচয় না জানা থাকলেও, একটা বিষয় খুব ভাল করে তো জানি যে এই লেখাটি ব্যক্তি আমার নাহ!
এই ধ্রুব সত্য জানার পরও কেউ কেউ যেটি করছেন, লেখাটি যে সংগৃহীত সেটি বলছেন না, অনেকে নাম জানার পরও ইচ্ছে করে নাম এড়িয়ে যাচ্ছেন! কিছুই করলেন না সমস্যা নাই, তা মেনে নেয়া যায় কিন্তু যখন আপনাকে কেউ বলে ভাই বা আপু আপনার এই অসাধারণ লেখাটি শেয়ার করতে চাই তখনও আপনি কিছু না বলে বলেন, "প্লিজ শেয়ার"! এই যে অন্যের কিছুকে নিজের বানিয়ে ফেললেন এটাকে চৌর্যবৃত্তি বলে কিনা আমি জানি না!
এরূপ আচরণ যারা করেন তারা আসলে কতটা অসাধারণ হলে এমন করতে পারেন। বিভিন্ন সময় দেখেছি অনেকের অনেক লেখা নানাজনেই নিজের নামে চালিয়ে দেয়। এটা যারা করেন, তাদের প্রতি একরাশ....কিচ্ছু না। (ভাই রে ভাই কি তুমি? লাজ লজ্জা নাই তোমাগো!)
লেখক: এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        