৩১ জুলাই, ২০২২ ১৪:৫১

সেন্সর নয় গ্রেডেশন চাই

সৈকত সালাহউদ্দিন

সেন্সর নয় গ্রেডেশন চাই

সৈকত সালাহউদ্দিন

সেন্সর নয় গ্রেডেশন

আমরা আমাদের তর্কগুলোকে ইচ্ছা করলেই একটা অর্জনের পথে নিতে পারি। এখন যেমন তর্কবিতর্ক চলছে- সিনেমায় গালি থাকবে কি না এটা। পরান মুভিতে গালি ছিলো। হাওয়া মুভিতেও আছে। কিন্তু কোনোটাই আরোপিত নয়। সেই চরিত্রগুলোর মুখে বিশেষ করে উত্তেজনার সময় এমন সংলাপ স্বাভাবিক।

অতীতে সিনেমায় গালিগালাজ নিয়া সিনেমা ব্যান পর্যন্ত হযেছিল। যেমন মান্না ও ডিপজল অভিনীত ধর পরে ছেড়ে দেয়া হয়। কারণ মান্না ও ডিপজল এর চরিত্রগুলোর মুখে ভদ্র কথাই বরং হাস্যকর হতো।

বেশ আগে থেকেই আমাদের নির্মাতারা যে দাবি করতে থাকেন তা হলো সেন্সর নয় গ্রেডেশন।

বাইরের দেশগুলো গ্রেডেশন চালু করেছে সেই কবে? সিনেমার গ্রেড করে দিলে কোন সিনেমাটি সবাই দেখবেন বা শুধু বড়রা দেখবে তা দর্শকই নির্ধারণ করতে পারবেন।

বিশিষ্ট পরিচালক ও পরিচালক সমিতির সাবেক সভাপতি শহীদুল ইসলাম খোকন ভাই বেঁচে থাকলে দাবি আদায় করেই শান্ত হতেন।

আমরা সবাই যদি ‘সেন্সর নয় গ্রেডেশন’- এই আওয়াজ তুলি সিনেমা সিনেমার জায়গাতেই থাকবে। দর্শকরাও বিব্রত হবেন না।
সেন্সর নয় গ্রেডেশন চাই।

লেখক : সিনিয়র সাংবাদিক, উপস্থাপক ও আন্তর্জাতিক পরিবেশক


(ফেসবুক থেকে সংগৃহীত)

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর