বেশ কিছুদিন আগে মুরগি কেনার উদ্দেশে আমার মেজো ভাইকে সাথে নিয়ে কাঁচা বাজারে ঢুকলাম। ২৫/২৬ বছর বয়সী এক ছেলে মুরগি ব্যবসায়ী। হাতে মোবাইল নিয়ে খুবই ব্যস্ত। দোকানের মধ্যেই ওয়াইফাই-এর কানেকশন নিয়েছে। তার পাশে প্রায় সমবয়সী আরেকটি ছেলে। সেও মুরগির ব্যবসা করে।
সন্ধ্যার সময় বাজারে অনেক ভিড়। অফিস ফেরত অনেক ক্রেতার সমাহার। এসবের মধ্যেই একজন অন্যজনকে জিজ্ঞেস করছে, আমার মোবাইলে ওয়াইফাই-এর কানেকশন নাই। তোর মোবাইলে কি আছে? এর মধ্যে আমরা প্রথম ছেলেটাকে জিজ্ঞেস করলাম, মুরগির কেজি কত? 
ব্যবসায়ী ছেলে: ২৮০ টাকা। 
মনজু: কম কত? 
ব্যবসায়ী ছেলে: এক দামেই বিক্রি করি। আপনি ৫ টাকা কম দিয়েন। মুরগির কেজি ২৭৫ টাকা।
মনজু: দুইটা মুরগির দেখিয়ে বলল, এই দুইটা মুরগি দাও।
ব্যবসায়ী ছেলেটা মোবাইলের স্ক্রিনে চোখ রেখেই দুইটা মুরগি ঝুড়ি থেকে বের করে ডিজিটাল স্কেলে রাখলো। আমরা খেয়াল করলাম, ডিজিটাল স্কেলে কেজি ২৮০ টাকা ফিক্সড করা ছিল। যেহেতু আমাদের কাছে কেজিতে ৫ টাকা কম নেবে বলেছে, সেই হিসেবে ২৭৫ টাকা ফিক্সড করার কথা।
কিন্তু কেজির রেট চেঞ্জ করার সময় লক্ষ্য করলাম, ২৭৫ টাকার পরিবর্তে ভুল করে সে ১৭৫ টাকা ফিক্সড করল। আর এই ভুল করার মূল কারণ হচ্ছে, সে মোবাইলে চ্যাটিং করা নিয়ে ব্যস্ত ছিল। দুইটা মুরগি একসাথে মাপ দেয়ার পর আমাদের জানালো ৩২৫ টাকা। মনজু তাকে ৫০০ টাকা দিলে ১৭৫ টাকা ফেরত পেল।
১৭৫ টাকা ফেরত পাবার পর, মনজু জিজ্ঞেস করল, সব ঠিকঠাক আছে তো?
ব্যবসায়ী ছেলে: কেন ভাই, কোন সমস্যা?
মনজু: তুমি আবার মাপ দাও?
ব্যবসায়ী ছেলে: মাপ দেওয়া লাগবে না। এত বছর ব্যবসা করি।
মনজু: তুমি যে নেশা নিয়ে ব্যবসা করতে বসছো, তোমার আর বেশিদিন ব্যবসা করা লাগবে না। 
ব্যবসায়ী ছেলে: কি হইছে ভাই?
মনজু: মুরগি দুইটা তোমার মেশিনের উপর আবার রাখো।
ব্যবসায়ী ছেলেটি উপায় না দেখে মুরগি দুটো নিয়ে আবার ডিজিটাল স্কেলে রাখল। এবং মোবাইল প্রেস করতে করতেই বললো দেখেন ভাই, সব ঠিকই তো আছো।
মনজু: তোমার মুরগির কেজি কত?
ব্যবসায়ী ছেলে: এইবার ছেলেটা ডিজিটাল স্কেলের দিকে তাকিয়ে একটু লজ্জা পেয়ে বলে বসল, ভুল হইছে ভাই।
মুরগির দোকানের আরেকজন বয়স্ক মানুষ বলে বসলেন, সারাদিন মোবাইল নিয়ে থাকলে ব্যবসা করতে পারবি না। পুঁজিও উঠবে না।
সবকিছু মিলিয়ে ছেলেটা একটু বোকা বনে গেলো। সে ভাবতেই পারেনি তার ভুল ধরিয়ে দিয়ে আমরা তাকে আবার বাড়তি টাকা দেবো।
বাড়তি টাকা দেওয়ার সময়, মনজু ছেলেটার উদ্দেশে বললো, মোবাইল ব্যবহার করো ঠিক আছে, কিন্তু সবকিছু ফেলে রেখে যদি ওই ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকো, তাহলে ব্যবসা-বাণিজ্য করবা কীভাবে?
লেখক: যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        