১. কোনো জনপদে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে গেলে কিংবা রাস্তায় পরিবহন কমে গেলে সেটি দেখভাল করা সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্তব্য। নাগরিকদের চলাচল বাধাহীন রাখাই তাদের কাজ। খুলনায় বা দেশের যে কোনো স্থানে বিরোধী দলের সমাবেশকে ঘিরে যদি পরিকল্পিতভাবে পরিবহন চলাচল সীমিত বা বন্ধ করে দেয়া হয়-সেটি অপরাধ হিসেবেই বিবেচিত হবে।
২. আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল-বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনো ঠিক এই কাজ হয়েছে-এই বক্তব্য দিয়ে বর্তমানের অন্যায় আচরণকে জাস্টিফাই করা ঠিক না। বিএনপি খারাপ ছিল বলে আওয়ামী লীগকেও খারাপ হতে হবে-এটা কোনো যুক্তির কথা না।
৩. বিএনপি যা করেছে-আওয়ামী লীগও তাই করছে-এটা হচ্ছে মন্দ সংস্কৃতিকে টিকিয়ে রাখার যুক্তি। আমি এই জন্য সবসময় সিস্টেম পরিবর্তনের কথা বলি, কালচার পরিবর্তনের কথা বলি, মানুষ এবং রাজনীতিকদের রুচির পরিবর্তনের কথা বলি। এইগুলোর পরিবর্তন না হলে-বিএনপি কখনো ক্ষমতায় এলে তারাও ঠিক এই কাজটি করবে এবং ‘আওয়ামী লীগও তো এইসব করেছ’ বলে সাফাই গাইবে।
৪. রাজনীতিতে, রাজনীতিকদের রুচি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে কথা বলা দরকার, রাজনীতির সমর্থকদেরও চিন্তায়, মননে পরিবর্তন দরকার।
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        