হাইপ কি জিনিস ও কেমনে কাজ করে, সেটার একটা জলজ্ব্যান্ত উদাহরন শুনে একা একা হাসতে হাসতে ভাবলাম “নাহ, এটা সবার সাথে শেয়ার না করলেই না!”
আমার এক বন্ধু একটু আগে জানালো, সোশ্যাল মিডিয়ায় একটা সিনেমার তুমুল হাইপ দেখে সে অস্থির বোধ করতেছিলো! কিন্তু ঐদিকে আবার ছবি দেখার সময় করতে পারতেছিলো না। একসময় হাইপের ঠেলা সহ্য করতে না পাইরা সে ছবিটার প্রশংসাসূচক একটা স্ট্যাটাস পোস্ট করে একটু রিলিভড ফিল করে। যাক বাবা, ট্রেন্ডের সাথে থাকা গেলো! দুই সপ্তাহ পরে সে ছবিটা দেখার সুযোগ পায়। এবং ছবি দেইখা সে বুঝতে পারে না, এই ছবি নিয়া এতো হাইপ কেনো উঠছিলো! সে আগামাথা কিছু খুঁজে পায় না পুরা ব্যাপারটার। আবার কাউরে এটা বলতেও পারে না। অবশেষে আমারে বইলা একটু রিলিভড হয় সে।
এটা সোশ্যাল মিডিয়া হাইপের ক্লাসিক উদাহরণ। কোনো কিছুর হাইপ উঠলে অথবা পরিকল্পনা করে হাইপটা উঠাইতে পারলে বাকিরা বাধ্য হবে লাইনে আসতে। আবার উল্টাটাও ঘটে। কোনো কিছু নিয়া একবার শুধু কায়দা করে সমালোচনা ধরাইয়া দিলে একদল যাত্রী বিনা টিকিটেই বগিতে উঠে শরিক হবে।
(ফেসবুক থেকে সংগৃহীত)
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        