আমার ঠিক মনে পড়ে না শেষ কবে আমি এতো চিঠি পাইছি। বেশিরভাগ চিঠিরই ভাষ্য প্রায় এক-“ট্রেলার কবে আসবে?” “ছবি মুক্তি পাচ্ছে কবে”!
যদিও আপিল বিভাগ শনিবার বিকেল মুক্তি দেয়ার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, তারপরও আমরা আসলে এখনো সেন্সর বোর্ডের কিছু দাপ্তরিক প্রক্রিয়ার মধ্যে আছি। আশা করছি রোববারের মধ্যেই সব কাজ শেষ হবে। এবং শেষ হওয়া মাত্রই আমরা ট্রেলার রিলিজ করবো। এবং তারপর দ্রুততম সময়ে আমরা ছবিটা মুক্তি দিবো।
আমরা জানি সাধারণত ট্রেলার রিলিজের পর একটা মোটামুটি গ্যাপ দিয়ে ছবি মুক্তি দেয়া হয়। কিন্তু আমাদের কেসটা যেহেতু “অ-সাধারন”, সেহেতু আমরা এই ক্ষেত্রেও “অ-সাধারন” পথে হাঁটবো। ট্রেলার রিলিজের এমনকি একদিন পরও আমরা ছবি রিলিজ করতে প্রস্তুত। অর্থাৎ ফারাজ রিলিজের দিন বা একদিন আগে হলেও আমরা শনিবার বিকেল মুক্তির প্রস্তুতি নিচ্ছি।
আমরা হয়তো প্রি-রিলিজ ক্যাম্পেইন করার সময় পাবো না, কিন্তু আমাদের সাহস তো আপনারা। ফলে আমরা চিন্তিত না।
সবাই মিলে এক সাথে পার হবো এই দুর্গম গিরি।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        