বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার, বিবর্ণ….যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে॥
বাবা দিবস এ বছর থেকে আমার কাছে চোখের নোনা জলে ভেসে যাওয়া সমুদ্র, অকুল পাথার,
বাবা ডাকে আর্তনাদ করা সন্তানের হাহাকার॥
সাদা কফিনে মোড়া বাবার বয়ে নেয়া শরীরটা যখন চিতার আগুনে পোড়ে দাউ দাউ করে,
অথবা কবরের অন্ধকারে চিরতরে বাবাকে রেখে আসে কোন সন্তান, আমৃত্যু দেখা হয় না পিতা আর সন্তানের, তার কাছে বাবা দিবস কতটা বেদনার, সেটা আর কেউ জানে না।
ইহলোক বা পরলোকে সকল বাবা শান্তিতে থাকুন…..এই প্রার্থনা। সকল বাবা’র প্রতি শ্রদ্ধা॥
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/আরাফাত