বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্র চলছে

দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্র চলছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে, তারা গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে দিচ্ছে। তারা যে গণতন্ত্রের কথা প্রচার করছে, তা  নিয়ন্ত্রিত গণতন্ত্র। কিন্তু তারা বলছে, উন্নয়নের জন্য গণতন্ত্রের প্রয়োজন নেই।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক  ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘উন্নয়নের পূর্বশর্ত গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এইচ এম হারিছুল হক। আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, অ্যাডভোকেট আবদুর রকিব, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী, নবীউল্লাহ নবী, অ্যাডভোকেট কানিজ ফাতেমা প্রমুখ। মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন হলেই গণতন্ত্র হয় না। অনেক দেশে নির্বাচিত সরকার আছে কিন্তু তারা গণতান্ত্রিক নয়। আওয়ামী লীগ তাদের নিয়ন্ত্রিত গণতন্ত্রের স্বপক্ষে কিছু উদাহরণও দেয়। তারা বলে মালয়েশিয়া নিয়ন্ত্রিত গণতন্ত্রের জন্যই আজ উন্নত হয়েছে। বাংলাদেশের মানুষ নিয়ন্ত্রিত নয়, উন্মুক্ত গণতন্ত্রে বিশ্বাস করে।’ -নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর