সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, “বাংলাদেশে বেকার সমস্যা মহা-সমস্যা হিসাবে বিরাজ করছে। দিনে দিনে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। বেকারের পরিসংখ্যান নিয়ে সরকার ‘মিথ্যা’ তথ্য দিচ্ছে। নানা সামাজিক সুরক্ষা কর্মসূচির পরও দেশে ভিক্ষাবৃত্তি বাড়ছে। লাখ লাখ লোক বস্তিতে বসবাস করছে। বড় একটি অংশই সামাজিক সুরক্ষা বলয়ের বাইরে রয়েছে। তাদের সামাজিক সুরক্ষার বলয়ে নিয়ে আসতে হবে।” গতকাল দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘প্রান্তজনের সামাজিক সুরক্ষা : অর্জন ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. আকবর আলি খান। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এই গোলটেবিল অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারপারসন হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক ড. এ এস এম আতিকুর রহমান, সেন্টার ফর ডেভেলপমেন্ট ডায়লগের মহাসচিব ড. এস এম মোর্শেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী তুহিন, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাসচিব মোস্তাফিজুর রহমান খান প্রমুখ। ড. আকবর আলী খান বলেন, ‘এখনো প্রান্তিক জনগোষ্ঠী অনিরাপদ পানি, আর্সেনিক এবং লবণাক্ততার সমস্যার সম্মুখীন। দরিদ্র জনগোষ্ঠীকে পুরোপুরি সামাজিক সুরক্ষা বলয়ে আনা এখনো সম্ভব হয়নি। দারিদ্র্য বিমোচন নিয়ে আমাদের আত্মতুষ্টির অবকাশ নেই। সার্কভুক্ত অন্য ৫টি দেশের পরে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে যা নিয়ে উল্লাস করার কোনো ভিত্তি নেই বলে আমি মনে করি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি দুই সরকারই সামাজিক সুরক্ষা কর্মসূচিকে গুরুত্ব দিয়েছে। তবুও এখনো এ কর্মসূচি পুরোপুরি সফল হয়নি। সামাজিক সুরক্ষার বিষয়টি ১৯৯৬ সালে বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। তবে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনের পর এ কর্মসূচির গুরুত্ব অনুধাবন করে এর কার্যক্রম শুরু করে।’ ড. আকবর আলি বলেন, ‘যেসব খাতে সামাজিক সুরক্ষা কর্মসূচি সফল হয়েছে এবং যেসব খাতে সফল হয়নি সেগুলো খুঁজে বের করতে হবে। বাংলাদেশে কত লোকের সামাজিক সুরক্ষা প্রয়োজন সে সম্পর্কে সঠিক তথ্য প্রয়োজন। বেকার ও প্রান্তজনের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একমাত্র সরকারের পক্ষেই সামাজিক সুরক্ষা দেওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।’
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
দিন দিন বাড়ছে শিক্ষিত বেকার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর