সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, “বাংলাদেশে বেকার সমস্যা মহা-সমস্যা হিসাবে বিরাজ করছে। দিনে দিনে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। বেকারের পরিসংখ্যান নিয়ে সরকার ‘মিথ্যা’ তথ্য দিচ্ছে। নানা সামাজিক সুরক্ষা কর্মসূচির পরও দেশে ভিক্ষাবৃত্তি বাড়ছে। লাখ লাখ লোক বস্তিতে বসবাস করছে। বড় একটি অংশই সামাজিক সুরক্ষা বলয়ের বাইরে রয়েছে। তাদের সামাজিক সুরক্ষার বলয়ে নিয়ে আসতে হবে।” গতকাল দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘প্রান্তজনের সামাজিক সুরক্ষা : অর্জন ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. আকবর আলি খান। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এই গোলটেবিল অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারপারসন হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক ড. এ এস এম আতিকুর রহমান, সেন্টার ফর ডেভেলপমেন্ট ডায়লগের মহাসচিব ড. এস এম মোর্শেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী তুহিন, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাসচিব মোস্তাফিজুর রহমান খান প্রমুখ। ড. আকবর আলী খান বলেন, ‘এখনো প্রান্তিক জনগোষ্ঠী অনিরাপদ পানি, আর্সেনিক এবং লবণাক্ততার সমস্যার সম্মুখীন। দরিদ্র জনগোষ্ঠীকে পুরোপুরি সামাজিক সুরক্ষা বলয়ে আনা এখনো সম্ভব হয়নি। দারিদ্র্য বিমোচন নিয়ে আমাদের আত্মতুষ্টির অবকাশ নেই। সার্কভুক্ত অন্য ৫টি দেশের পরে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে যা নিয়ে উল্লাস করার কোনো ভিত্তি নেই বলে আমি মনে করি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি দুই সরকারই সামাজিক সুরক্ষা কর্মসূচিকে গুরুত্ব দিয়েছে। তবুও এখনো এ কর্মসূচি পুরোপুরি সফল হয়নি। সামাজিক সুরক্ষার বিষয়টি ১৯৯৬ সালে বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। তবে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনের পর এ কর্মসূচির গুরুত্ব অনুধাবন করে এর কার্যক্রম শুরু করে।’ ড. আকবর আলি বলেন, ‘যেসব খাতে সামাজিক সুরক্ষা কর্মসূচি সফল হয়েছে এবং যেসব খাতে সফল হয়নি সেগুলো খুঁজে বের করতে হবে। বাংলাদেশে কত লোকের সামাজিক সুরক্ষা প্রয়োজন সে সম্পর্কে সঠিক তথ্য প্রয়োজন। বেকার ও প্রান্তজনের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একমাত্র সরকারের পক্ষেই সামাজিক সুরক্ষা দেওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
দিন দিন বাড়ছে শিক্ষিত বেকার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর