শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

দেশ নিয়ে হতাশ হলে চলবে না

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দেশ নিয়ে হতাশ হলে চলবে না

মুহম্মদ জাফর ইকবাল

জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কেউ যেন হতাশ না হয়। তিনি বলেন, আমরা ক্রুদ্ধ হতে পারি কিন্তু হতাশ হলে চলবে না। আবার নিশ্চুপ থাকলেও চলবে না। কারণ আমার মনের ভিতর আছে যে, আমি জঙ্গিবাদ ঘৃণা করি। কিন্তু আমি যদি তা প্রকাশ না করি তাহলে তাকে একরকম সমর্থন করাই হয়। ড. জাফর ইকবাল বলেন, বাংলাদেশের মানুষ কখনই জঙ্গিবাদকে স্থান দেবে না।

গতকাল দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত জঙ্গিবিরোধী র‌্যালি শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশে এসব কথা বলেন জাফর ইকবাল। তিনি আরও বলেন, হাজার হাজার বছর ধরে আমরা ঐতিহ্যগতভাবে শান্তিপ্রিয়। আমরা কখনই কোনো ধরনের বাড়াবাড়ি সহ্য করি না। যারা জঙ্গিবাদ তৈরি করছে তারাও এটা জানে। তারা পৃথিবীর সামনে বাংলাদেশের মুখটা হেয় করবে, এটাই তাদের উদ্দেশ্য। এজন্যই তারা কিছু ছেলে জোগাড় করে এসব করাচ্ছে। আমাদের এর বিরুদ্ধে যার যতটুকু করার আছে, তাই করতে হবে। শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে এবং মুহিবুল আলমের সঞ্চালনায় জঙ্গিবিরোধী সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সাজেদুল করিম, ফারুক উদ্দিন, আকতারুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, ড. মো. ইউনুস প্রমুখ।

সর্বশেষ খবর