সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গা নিয়ে সরকারের ভূমিকা স্পষ্ট করতে হবে

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা নিয়ে সরকারের ভূমিকা স্পষ্ট করতে হবে

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ইস্যুতে বাংলাদেশ সরকারের ভূমিকা স্পষ্ট করা উচিত বলে মন্তব্য করেছেন কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ হিসেবে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তো মানুষ, তাদের মরতে দিতে পারি না। গতকাল জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন আয়োজিত ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও বাংলাদেশের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, শিল্পী ও লেখক অরূপ রাহী, অর্থনীতির অধ্যাপক ও গবেষক ড. স্বপন আদনান, অধ্যাপক প্রশান্ত ত্রিপুরা, কমিউনিস্ট পার্টির কার্যকরী সদস্য আবদুল্লাহ কাফি ও বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংসু চক্রবর্তী। সৈয়দ আবুল মকসুদ বলেন, দুঃখের বিষয়, রোহিঙ্গাদের গণহত্যার বিষয়টিকে একটি মহল ধর্মীয়ভাবে ব্যবহার করার চেষ্টা করছে। এটি অর্থনৈতিক শাসন এবং শোষণের ব্যাপার। এটাকে ধর্মীয়ভাবে ব্যবহারের অবকাশ নেই। তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। সে দেশের সেনাবাহিনী বিভিন্নভাবে তাদের ওপর হামলা করছে। ধর্ষণের মতো ঘৃণিত কর্মকাণ্ড তাদের একটি হাতিয়ার বলে তারা নিজেরা স্বীকার করেছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু একটি রাজনৈতিক, আন্তর্জাতিক এবং জাতিগত সমস্যা। তাই অবশ্যই এটাকে আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। তবে এক্ষেত্রে বাংলাদেশকে প্রধান ভূমিকা পালন করা দরকার। তাই এ সমস্যা সমাধানে সাময়িক ভূমিকা এবং দীর্ঘস্থায়ী সমাধানের পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন তিনি। জোনায়েদ সাকি বলেন, আমাদের সরকারের নীতি হচ্ছে শরণার্থী গ্রহণ না করা। কিন্তু নানাভাবে শরণার্থীরা বাংলাদেশে ঢুকে পড়ছে। এ অবস্থা বিপজ্জনক। কেননা সরকার যদি একটা নীতির মধ্য দিয়ে তাদের প্রবেশ করাত তাহলে তারা নজরদারির মধ্যে থাকত। তাই এই আগমন ব্যবস্থা একটি সুনির্দিষ্ট নীতির মাধ্যমে হওয়া জরুরি।

সর্বশেষ খবর