শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার ও অনিয়ম নিয়ে শুল্ক গোয়েন্দার অভিযোগের পর দুটি গাড়ি হস্তান্তর করেছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। ফিনল্যান্ডের নাগরিক মির্ভা তুলিয়া এবং ভারতীয় মৃদুলা সিং এ গাড়ি দুটির ব্যবহারকারী ছিলেন। তারা গাড়ি দুটি শুল্কমুক্ত সুবিধায় ক্রয় করেন। তুলিয়া ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত কমিউনিকেশন্স স্পেশালিস্ট এবং মৃদুলা ২০১৩ সালের মার্চ থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সিনিয়র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ছিলেন। গতকাল সকালে ওই গাড়ি দুটি শুল্ক গোয়েন্দার সদর দফতরে এনে সংস্থাটির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে বিশ্বব্যাংক। শুল্ক গোয়েন্দা গতকাল জানিয়েছে, আইনানুযায়ী বিশ্বব্যাংকের ওই দুই কর্মকর্তা বাংলাদেশ ত্যাগের আগে তাদের ব্যবহূত কাস্টমস পাসবুক ও তাদের ব্যবহূত গাড়ি দুটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেননি। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারে কূটনীতিকদের পর বিশ্বব্যাংকের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ তুলেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সরকারের এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের ঢাকা অফিসের ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তার নামে বিভিন্ন সময়ে বরাদ্দ হওয়া ১৬টি গাড়িসহ পাসবুক তলব করেছে। এ গাড়িগুলো কোথায় আছে, তা বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি বা কান্ট্রি ডিরেক্টরের কাছে জানতে চেয়ে পত্র দিয়েছে শুল্ক গোয়েন্দা। পরে গত ১৯ ফেব্রুয়ারি উচ্চ পর্যায়ের বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল শুল্ক গোয়েন্দা দফতরে হাজির হয়ে তাদের পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। এ আলোচনার সূত্রধরে বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে গতকাল গাড়ি দুটি শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়। গাড়ি দুটি এখন শুল্ক গোয়েন্দার সদর দফতরে আছে। কাগজপত্র যাচাই-বাছাই করে গাড়ি দুটির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার
দুটি গাড়ি ফেরত দিল বিশ্বব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর