শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার ও অনিয়ম নিয়ে শুল্ক গোয়েন্দার অভিযোগের পর দুটি গাড়ি হস্তান্তর করেছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। ফিনল্যান্ডের নাগরিক মির্ভা তুলিয়া এবং ভারতীয় মৃদুলা সিং এ গাড়ি দুটির ব্যবহারকারী ছিলেন। তারা গাড়ি দুটি শুল্কমুক্ত সুবিধায় ক্রয় করেন। তুলিয়া ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত কমিউনিকেশন্স স্পেশালিস্ট এবং মৃদুলা ২০১৩ সালের মার্চ থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সিনিয়র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ছিলেন। গতকাল সকালে ওই গাড়ি দুটি শুল্ক গোয়েন্দার সদর দফতরে এনে সংস্থাটির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে বিশ্বব্যাংক। শুল্ক গোয়েন্দা গতকাল জানিয়েছে, আইনানুযায়ী বিশ্বব্যাংকের ওই দুই কর্মকর্তা বাংলাদেশ ত্যাগের আগে তাদের ব্যবহূত কাস্টমস পাসবুক ও তাদের ব্যবহূত গাড়ি দুটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেননি। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারে কূটনীতিকদের পর বিশ্বব্যাংকের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ তুলেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সরকারের এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের ঢাকা অফিসের ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তার নামে বিভিন্ন সময়ে বরাদ্দ হওয়া ১৬টি গাড়িসহ পাসবুক তলব করেছে। এ গাড়িগুলো কোথায় আছে, তা বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি বা কান্ট্রি ডিরেক্টরের কাছে জানতে চেয়ে পত্র দিয়েছে শুল্ক গোয়েন্দা। পরে গত ১৯ ফেব্রুয়ারি উচ্চ পর্যায়ের বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল শুল্ক গোয়েন্দা দফতরে হাজির হয়ে তাদের পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। এ আলোচনার সূত্রধরে বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে গতকাল গাড়ি দুটি শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়। গাড়ি দুটি এখন শুল্ক গোয়েন্দার সদর দফতরে আছে। কাগজপত্র যাচাই-বাছাই করে গাড়ি দুটির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ