শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার ও অনিয়ম নিয়ে শুল্ক গোয়েন্দার অভিযোগের পর দুটি গাড়ি হস্তান্তর করেছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। ফিনল্যান্ডের নাগরিক মির্ভা তুলিয়া এবং ভারতীয় মৃদুলা সিং এ গাড়ি দুটির ব্যবহারকারী ছিলেন। তারা গাড়ি দুটি শুল্কমুক্ত সুবিধায় ক্রয় করেন। তুলিয়া ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত কমিউনিকেশন্স স্পেশালিস্ট এবং মৃদুলা ২০১৩ সালের মার্চ থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সিনিয়র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ছিলেন। গতকাল সকালে ওই গাড়ি দুটি শুল্ক গোয়েন্দার সদর দফতরে এনে সংস্থাটির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে বিশ্বব্যাংক। শুল্ক গোয়েন্দা গতকাল জানিয়েছে, আইনানুযায়ী বিশ্বব্যাংকের ওই দুই কর্মকর্তা বাংলাদেশ ত্যাগের আগে তাদের ব্যবহূত কাস্টমস পাসবুক ও তাদের ব্যবহূত গাড়ি দুটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেননি। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারে কূটনীতিকদের পর বিশ্বব্যাংকের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ তুলেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সরকারের এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের ঢাকা অফিসের ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তার নামে বিভিন্ন সময়ে বরাদ্দ হওয়া ১৬টি গাড়িসহ পাসবুক তলব করেছে। এ গাড়িগুলো কোথায় আছে, তা বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি বা কান্ট্রি ডিরেক্টরের কাছে জানতে চেয়ে পত্র দিয়েছে শুল্ক গোয়েন্দা। পরে গত ১৯ ফেব্রুয়ারি উচ্চ পর্যায়ের বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল শুল্ক গোয়েন্দা দফতরে হাজির হয়ে তাদের পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। এ আলোচনার সূত্রধরে বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে গতকাল গাড়ি দুটি শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়। গাড়ি দুটি এখন শুল্ক গোয়েন্দার সদর দফতরে আছে। কাগজপত্র যাচাই-বাছাই করে গাড়ি দুটির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার
দুটি গাড়ি ফেরত দিল বিশ্বব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর