স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চলমান চিকিৎসক ধর্মঘট বেআইনি। শিক্ষানবিস চিকিৎসকদের ধর্মঘটে হাসপাতালে চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয় সে জন্য কড়া নির্দেশ দিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী গতকাল বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, শিক্ষানবিস চিকিৎসকরা তো আসলে চিকিৎসা করেন না। তারা সহযোগিতা করে মাত্র। কিন্তু একটি হাসপাতালে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার আছেন। তারাই মূলত চিকিৎসা করে থাকেন। সেখানে চিকিৎসা ব্যবস্থা চলমান রাখা কোনো সমস্যা নয়। মন্ত্রীর নির্দেশনা মতো এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সব হাসপাতালে। গত ১৯ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনকে মারপিটের পাশাপাশি কান ধরিয়ে উঠবোস ও পায়ে ধরতে বাধ্য করেন কয়েকজন শিক্ষানবিস চিকিৎসক। ওই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের পর চার শিক্ষানবিস চিকিৎসকের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি ওই হাসপাতালের বদলে ভিন্ন হাসপাতালে তাদের ইন্টার্নশিপ শেষ করতে হবে বলে জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত আসার পর বৃহস্পতিবার রাত থেকেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘট শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এরপর রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে একই কর্মসূচি শুরু করে শিক্ষানবিসরা। এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ ধর্মঘটের সমালোচনা করে বলেছিলেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এর আগে ২৬ ফেব্রুয়ারি বিকালে সচিবালয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের ঘটনা তদন্তে যাওয়া কমিটির সঙ্গে বসেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি তাদের কাছ থেকে ওই দিনের ঘটনার বর্ণনা শোনেন। শিক্ষানবিস চিকিৎসকরা দাবি করছেন, সেদিন এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত করেছিল রোগীর স্বজনরা। এরপর অন্য চিকিৎসকরা একজোট হয়ে ব্যবস্থা নেয়। বগুড়ার ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) হাবিবুর রহমান খান বলেন, শিক্ষানবিস চিকিৎসকদের ধর্মঘট শুরু হওয়ার পর চিকিৎসাসেবা ব্যাহত না হয়— সে জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন হাসপাতালে নির্দেশনা পাঠানো হয়েছে। এরপর থেকে হাসপাতালের স্থায়ী চিকিৎসকরা বাড়তি পরিশ্রম করছেন। এরপরও ইন্টার্নরা কাজ না করায় ভোগান্তি রয়েই গেছে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
চিকিৎসক ধর্মঘট বেআইনি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর