স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চলমান চিকিৎসক ধর্মঘট বেআইনি। শিক্ষানবিস চিকিৎসকদের ধর্মঘটে হাসপাতালে চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয় সে জন্য কড়া নির্দেশ দিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী গতকাল বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, শিক্ষানবিস চিকিৎসকরা তো আসলে চিকিৎসা করেন না। তারা সহযোগিতা করে মাত্র। কিন্তু একটি হাসপাতালে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার আছেন। তারাই মূলত চিকিৎসা করে থাকেন। সেখানে চিকিৎসা ব্যবস্থা চলমান রাখা কোনো সমস্যা নয়। মন্ত্রীর নির্দেশনা মতো এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সব হাসপাতালে। গত ১৯ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনকে মারপিটের পাশাপাশি কান ধরিয়ে উঠবোস ও পায়ে ধরতে বাধ্য করেন কয়েকজন শিক্ষানবিস চিকিৎসক। ওই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের পর চার শিক্ষানবিস চিকিৎসকের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি ওই হাসপাতালের বদলে ভিন্ন হাসপাতালে তাদের ইন্টার্নশিপ শেষ করতে হবে বলে জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত আসার পর বৃহস্পতিবার রাত থেকেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘট শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এরপর রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে একই কর্মসূচি শুরু করে শিক্ষানবিসরা। এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ ধর্মঘটের সমালোচনা করে বলেছিলেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এর আগে ২৬ ফেব্রুয়ারি বিকালে সচিবালয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের ঘটনা তদন্তে যাওয়া কমিটির সঙ্গে বসেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি তাদের কাছ থেকে ওই দিনের ঘটনার বর্ণনা শোনেন। শিক্ষানবিস চিকিৎসকরা দাবি করছেন, সেদিন এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত করেছিল রোগীর স্বজনরা। এরপর অন্য চিকিৎসকরা একজোট হয়ে ব্যবস্থা নেয়। বগুড়ার ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) হাবিবুর রহমান খান বলেন, শিক্ষানবিস চিকিৎসকদের ধর্মঘট শুরু হওয়ার পর চিকিৎসাসেবা ব্যাহত না হয়— সে জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন হাসপাতালে নির্দেশনা পাঠানো হয়েছে। এরপর থেকে হাসপাতালের স্থায়ী চিকিৎসকরা বাড়তি পরিশ্রম করছেন। এরপরও ইন্টার্নরা কাজ না করায় ভোগান্তি রয়েই গেছে।
শিরোনাম
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাত দফা দাবিতে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
- সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- অস্ট্রেলীয় সাংবাদিকের যে প্রশ্নে চটে গেলেন ট্রাম্প (ভিডিও)
- ফেনীতে ডিপ্লোমা প্রকৌশলীদের এক ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ
- কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা
- শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের
- দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে: দুদু
চিকিৎসক ধর্মঘট বেআইনি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর