রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ খুলনা সিটি করপোরেশনের ভোট পর্যবেক্ষণ করবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কয়েকজন নেতা ভোট পর্যবেক্ষণ করবেন। প্রতিকূল পরিবেশেও ভোটের ফলাফল ঘোষণার শেষ পর্যন্ত থাকতে খুলনা বিএনপিকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে যে কোনো সময় সংবাদ সম্মেলনও ডাকা হবে। আবার কোনো অভিযোগ থাকলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দল নির্বাচন কমিশননেও যাবে। অন্যদিকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্বাচনের খোঁজখবর রাখছেন। তিনি বিএনপির মেয়র প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন। তিনি আজকের নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে। বিএনপির এক সিনিয়র নেতা জানান, ভোটের শেষ পর্যন্ত খুলনায় থাকতে চায় বিএনপি। এরই মধ্যে নেতা-কর্মী ছাড়াও এজেন্টদের ধরপাকড় শুরু হয়েছে। তাতেও নির্বাচন বয়কটের চিন্তাভাবনা নেই দলটির। খুলনার থানা ও ওয়ার্ডভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটিকে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছে কেন্দ্র। এর মধ্যে কোনো গোলযোগ করে ভোট ছিনতাইয়ের চেষ্টা করা হলে তাত্ক্ষণিক রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। একই অনুলিপি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। তা নিয়ে প্রয়োজনবোধে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে। এ ছাড়া দফায় দফায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে। সর্বশেষ বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করতে পারেন। এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘আমরা আগে থেকে যে আশঙ্কা করেছিলাম, তাই সত্য হলো। সরকার ও নির্বাচন কমিশন খুলনায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে নীলনকশা তৈরি করা হয়েছে। এরই মধ্যে বিএনপি নেতা-কর্মীসহ দলের প্রার্থীর এজেন্টদের বাড়ি বাড়ি হানা দেওয়া হচ্ছে। সুষ্ঠু ভোটের কোনো সম্ভাবনা নেই। তারপরও আমরা শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকব ইনশাআল্লাহ। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খুলনায় ভোট সুষ্ঠু হওয়ার কোনো আলামতই দেখা যাচ্ছে না। সরকার ভোট ডাকাতির সবকিছুই করছে। কিন্তু ভোটাররা যদি কেন্দ্রে যেতে পারেন, তাহলে পরিস্থিতি বিএনপির অনুকূলেই আসবে। বিএনপির প্রার্থী অন্তত ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন।’ রুহুল কবির রিজভী জানান, আমরা খুলনা সিটি নির্বাচন পর্যবেক্ষণ করব। কোথাও কোনো গোলযোগ হলে তা তাত্ক্ষণিকভাবে স্থানীয় নির্বাচন কমিশনকে লিখিতভাবে অভিযোগ জানাতে বলা হয়েছে। আমরাও সংবাদ সম্মেলনে অভিযোগগুলো তুলে ধরব। প্রয়োজনে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানানো হবে। জানা যায়, খুলনা সিটির বাইরেও বিএনপির কেন্দ্রীয় নেতাদের একটি অংশ অবস্থান করছে। তারা সার্বক্ষণিক খুলনা সিটিতে নেতা-কর্মীদের নানা সমস্যাগুলো শুনে সমাধানের চেষ্টা করছে। নিজেরা না পারলে তা কেন্দ্রে জানানো হচ্ছে। কেন্দ্র তাত্ক্ষণিক ব্যবস্থা নিচ্ছে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা