রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপিকে কর্নেল অলির সাফ কথা

নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে কর্নেল অলির সাফ কথা

বিএনপিকেও অধিকতর কৌশলী এবং বাস্তববাদী হওয়ার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। জাতীয় ঐক্য নিয়ে যুক্তফ্রন্ট ও গণফোরামের সঙ্গে দৌড়ঝাঁপ প্রসঙ্গে তিনি বিএনপিকে সাফ বললেন, ‘জনবিচ্ছিন্ন ব্যক্তিদের নিয়ে এগোলে কোনো ফলাফল আসবে না। বিএনপি একটি শক্তিশালী দল। বিএনপিকে পুনর্গঠন করে এদেশে যে কোনো কাজ করা সম্ভব। সেই বিশ্বাস নিয়ে নেতাদের মাঠে নামতে হবে।’ গতকাল দুপুরে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীর এলডিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আবদুল করিম আব্বাসী, অধ্যাপক আবদুল্লাহ, আবদুল গণি, ইঞ্জিনিয়ার কামাল উদ্দীন মোস্তফা, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। কর্নেল অলি আহমদ বলেন, ‘আজ আমরা একটা কঠিন সময় পার করছি। সবার মনে একটি প্রশ্ন, নির্বাচন ঘিরে দেশে কী হতে যাচ্ছে। দেশে কি শান্তি ফিরে আসবে? মানুষ কি শান্তিতে ও নির্বিঘ্নে বসবাস করতে পারবে? উন্নয়নমূলক কর্মকাণ্ড কি অব্যাহত থাকবে? সুশাসন ও ন্যায়বিচার কি প্রতিষ্ঠিত হবে? জনগণ কি ভোট দিতে পারবে? আমি মনে করি, সরকারি দল ও বিরোধী দলগুলো আলাপ-আলোচনার মাধ্যমে জনগণকে আশার আলো  দেখাতে পারে।’ তিনি বলেন, ‘জনভিত্তিহীন-আসন বঞ্চিত নেতা, রাজনৈতিক দালাল ও বিতর্কিত সুশীলদের তৎপরতা বাড়ছে। এর থেকে উত্তরণে প্রয়োজন সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তর। দেশকে বিশৃঙ্খলার হাত থেকে বাঁচাতে প্রয়োজন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণে নির্বাচন। মানুষের মধ্যে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে প্রভাবমুক্ত নির্বাচনের বিকল্প নেই।’

সর্বশেষ খবর