মঙ্গলবার, ২১ মে, ২০১৯ ০০:০০ টা

কিলোগ্রামের নতুন সংজ্ঞা

প্রতিদিন ডেস্ক

১৩০ বছর ধরে প্রচলিত ওজনের একক কিলোগ্রামের সংজ্ঞা গতকাল পাল্টে  গেছে। যদিও বিষয়টি খুবই সূক্ষ্ম, তবুও এটি গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বিজ্ঞানীরা। কিলোগ্রামের নতুন সংজ্ঞা বৈদ্যুতিক প্রবাহের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে। গত নভেম্বরে ফ্রান্সের ভার্সাই নগরীতে ওজন এবং মাপ নির্ণয় সংক্রান্ত সম্মেলনের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়। বিবিসি

নিত্যপ্রয়োজনীয় বহু পণ্য কেনাবেচা হয় কিলোগ্রামের ভিত্তিতে। কিলোগ্রামের সংজ্ঞা বদল হলে কেনাবেচায় এর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের মেট্রোলজি বিভাগের পরিচালক আনোয়ার হোসেন মোল্লা বলেন, ‘পদার্থবিজ্ঞানের সূত্রের সঙ্গে সামঞ্জস্য রাখতে কিলোগ্রামের সংজ্ঞা বদল করা হলো। তবে কেনাবেচায় মাপের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না।’

তিনি বলেন, ১০০০ গ্রামে এক কেজি এটা ঠিক থাকবে। এখানে কোনো হেরফের হবে না।

সংজ্ঞায় কেন পরিবর্তন আনা হলো এমন প্রশ্নে সংশ্লিষ্টরা বলেন, ১৩০ বছরের পুরনো একটি বিষয়ের ওপর আর নির্ভর করা যায় না। কিলোগ্রামকে নতুনভাবে ব্যবহার করার জন্যই এই পরিবর্তন।

ফ্রান্সে ধাতুর মাধ্যমে তৈরি বাটখারার ভিত্তিতে ১৮৮৯ সাল থেকে কিলোগ্রামের পরিমাপ হয়ে আসছে।

সর্বশেষ খবর