মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আইনের শাসন না হলে অপরাধ থামবে না

সৈয়দ আবুল মকসুদ

আইনের শাসন না হলে অপরাধ থামবে না

বিশিষ্ট কলামিস্ট, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, এ বছরের শুরু থেকে বাংলাদেশের অপরাধজগতে নতুন উপদ্রব শুরু হয়েছে। সন্দেহের বশে নিরীহ মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে। কখনো চোর সন্দেহে, কখনো ছেলেধরা সন্দেহে। এটা ফৌজদারি অপরাধ। রাষ্ট্র ও সমাজের প্রতি আস্থা হারিয়ে ফেলায় মানুষ এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে এ ধরনের অপরাধও কমবে না। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত কয়েক সপ্তাহ ধরে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন একটা নিরেট গুজব ছড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বেশ কয়েকজন নিরীহ মানুষ নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। তবে গুজব একটা উপসর্গ মাত্র। মূল কারণ সমাজের ও রাষ্ট্রের নানা ব্যাপারে মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা ও অভিযোগ রয়েছে। কিন্তু তারা জানেন অভিযোগ করে প্রতিকার পাবেন না। এই হতাশা ও ক্ষোভ থেকে অশুভ বুদ্ধিসম্পন্ন মানুষরা সহজেই হত্যার মতো ভয়াবহ ব্যাপার ঘটিয়ে ফেলছেন। এরা ফৌজদারি অপরাধী। তবে এমন পরিস্থিতির জন্য দায় সবার। রাষ্ট্রও এ দায় এড়াতে পারবে না। রাষ্ট্র ও সমাজে বহুমাত্রিক অন্যায় ও বিচারহীনতার কারণে মানুষ রাষ্ট্রের প্রতি আস্থা হারিয়েছে। অপরাধ দমনে রাষ্ট্র, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হওয়ায় মানুষ অপরাধে যুক্ত হচ্ছে। সামগ্রিকভাবে সমাজের পরিবর্তন ছাড়া এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব নয়।

সে জন্য বর্তমানের নষ্ট রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আইনের শাসনের সঙ্গে সুস্থ রাজনীতির যোগসূত্র নিবিড়। সুস্থ রাজনৈতিক ধারা নিশ্চিত না করলে মানুষের মধ্যে থেকে এই হতাশা কাটবে না। আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে এ ধরনের অপরাধও কমবে না।

সর্বশেষ খবর