শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শরণার্থী হিসেবে কানাডায় আশ্রয় চান সিনহা

নিজস্ব প্রতিবেদক

শরণার্থী হিসেবে কানাডায় আশ্রয় চান সিনহা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (৬৮) কানাডায় শরণার্থী হিসেবে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। বাংলাদেশের সাবেক এই প্রধান বিচারপতির আবেদন করার বিষয়টি নিয়ে কানাডার স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আবেদনে তিনি উল্লেখ করেছেন, রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে সরকারের পক্ষে রায় দিতে অস্বীকৃতি জানানোয় তিনি হুমকির শিকার হন। দ্বিমত পোষণকারী বিচারকদের সরিয়ে দিতে সংসদের হাতে নিরঙ্কুশ ক্ষমতা চেয়েছিল সরকার। গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে, ২০১৭ সালের নভেম্বর থেকে তিনি যুক্তরাষ্ট্রে                নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ৪ জুলাই বিচারপতি সিনহা ফোর্ট এরি সীমান্ত দিয়ে কানাডায় প্রবেশ করেন এবং শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থনা করেন। বিচারপতি সিনহা ছিলেন প্রথম হিন্দু, যিনি আদালতের শীর্ষ পদে নিযুক্ত হয়েছিলেন। সিনহা অভিযোগ করেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর পক্ষে রায় দিতে তিনি প্রত্যাখ্যান করার তিন মাস পর তাকে নির্বাসিত হতে হয়। আশ্রয় আবেদনে সিনহা আরও উল্লেখ করেছেন, আমি অ্যাকটিভিস্ট বিচারক ছিলাম বলে টার্গেটে পরিণত হই। আমার রায়ে আমলাতন্ত্র, প্রশাসন, রাজনীতিবিদ ও সন্ত্রাসীরা ক্ষুব্ধ হন। আমি এখন দেশের শত্রু, সরকার আমাকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

সর্বশেষ খবর