শ্রমবাজারের অনিশ্চয়তা কাটছে না কিছুতেই। বন্ধ থাকা শ্রমবাজারগুলোতে বার বার আশার আলো জ্বললেও বাস্তবে ধরা দিচ্ছে না। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘ আলোচনার পর শেষমুহূর্তে এসে হঠাৎ করেই সেখানে তৈরি হয়েছে ধোঁয়াশা। অপরদিকে নানাভাবে চেষ্টা করার পরও আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে শুধু আশ্বাসই পাওয়া যাচ্ছে। প্রকৃতঅর্থে বাজার চালুর বিষয়ে কোনো প্রক্রিয়া দেখা যাচ্ছে না। এর মধ্যে সৌদি আরবে নারী কর্মীদের নির্যাতিত-নিপীড়িত হওয়া তৈরি করেছে নতুন দুশ্চিন্তা। জানা যায়, এক বছর আলোচনার পর মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে একমত হয়। চলতি মাসের শুরুতে মালয়েশিয়ায় দুই দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠকে বন্ধ শ্রমবাজার দ্রুততম সময়ে খোলার বিষয়ে হয় এ ঐকমত্য। ডিসেম্বরেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরুর আশার কথা শোনা যায়। কথা ছিল নিয়োগ প্রক্রিয়ার খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা মাধ্যমে ঠিক করা হবে মালয়েশিয়ার প্রতিনিধিদের ঢাকা সফরে। দিনক্ষণও ঠিক করা হয়। বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানি শুরু করার সময় এবং এক্ষেত্রে উভয় দেশের এজেন্সিগুলোর সম্পৃক্ততার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার কথা ছিল এ আলোচনায়। ২৪ বা ২৫ নভেম্বর প্রতিনিধি দলের ঢাকা সফরে আসার পর সমঝোতা স্মারক সই হবে। এরপরই খুলে যাবে বাংলাদেশের শ্রমবাজার। কিন্তু ১৮ নভেম্বর হঠাৎ করেই আলোচনা স্থগিত করার সিদ্ধান্তটি বাংলাদেশকে জানিয়ে দেয় মালয়েশিয়া। ফলে আবারো অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা বলেন, আলোচনা স্থগিত করার বিষয়টি জানিয়েছে মালয়েশিয়া। তবে এর কারণ জানায়নি। মালয়েশিয়ার পক্ষ থেকে নতুন কোনো দিনক্ষণও জানানো হয়নি। অথচ মালয়েশিয়ায় দুই মন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছিল, অভিবাসন ব্যয় কমাতে দুই দেশ একমত। বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী কর্মীদের দেশ ছাড়ার আগেই স্বাস্থ্য পরীক্ষা হবে। অধিক সংখ্যায় রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবে। দুই দেশের মধ্যে যেসব আলোচনা হয়েছে, তা চূড়ান্ত করতেই জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার কয়েকজন নেতা জানান, দুই দেশের অসাধু ব্যবসায়ীদের প্রভাবেই আবারও ঝুলে গেছে গুরুত্বপূর্ণ শ্রমবাজারটির উন্মুক্ত হওয়ার প্রক্রিয়া। অন্যদিকে কার্যত সাত বছর ধরে বন্ধ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজার। স্বল্প পরিসরে খোলা থাকলেও তা শুধু গৃহশ্রমিক খাতে সীমাবদ্ধ। যেখানে ২০১২ সাল পর্যন্ত বছরে আড়াই থেকে ৩ লাখ কর্মী পাঠানো হতো। এখন তা আড়াই হাজারে নেমেছে। চলতি বছরের নয় মাসে ২ হাজার ৪০৩ জন কর্মী পাঠানো গেছে সংযুক্ত আরব আমিরাতে। নানা দেন-দরবার করেও পুরুষ কর্মী পাঠানো সম্ভব হয়নি। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাত সরকারের শীর্ষ মহলে কথা বলেছেন শ্রমবাজার নিয়ে। এ সময় আমিরাত সরকারের পক্ষ থেকে আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু সফর পরবর্তীতে শ্রমবাজার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার চালুর আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তবে শ্রমবাজার চালুর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম বলেন, সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার চালুর তৎপরতা অব্যাহত রয়েছে। শুধু মালয়েশিয়া বা আমিরাত নয় শ্রমবাজার বন্ধ রয়েছে বাহরাইনেও। জর্ডান, লেবাননও সীমিত সংখ্যক কর্মী নিচ্ছে। মালদ্বীপ সরকার তার দেশে এক বছরের জন্য বাংলাদেশ থেকে কর্মী না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ধনী দেশ কাতার সরকারও কিছু দিন ধরে বাংলাদেশি কর্মীদের ভিসা ইস্যু করছে না। সংশ্লিষ্টদের আশঙ্কা কাতারও যে কোনো সময় শ্রমিক নেওয়া বন্ধ করে দিতে পারে।
শিরোনাম
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
কাটছে না শ্রমবাজারের অনিশ্চয়তা
মালয়েশিয়া নিয়ে বৈঠক স্থগিত, ইঙ্গিত মিললেও খবর নেই আমিরাতের বাজারে
জুলকার নাইন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর