শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সামাজিক গণমাধ্যম মেইনস্ট্রিম মিডিয়া নয় : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সামাজিক গণমাধ্যম মেইনস্ট্রিম মিডিয়া নয় : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সামাজিক গণমাধ্যম মেইনস্ট্রিম মিডিয়া নয়। সম্পাদনা ছাড়া ফেসবুকে দেওয়া কোনো স্ট্যাটাস সংবাদ নয়। মূল ধারার সংবাদ মাধ্যমের দায়িত্ব থাকে। সেই দায়িত্বশীল ভূমিকা সবাইকে সঠিকভাবে পালন করতে হবে। গতকাল রাজধানীতে প্রেস কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্যসচিব কামরুন নাহার, দৈনিক অবজাভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। তথ্যমন্ত্রী বলেন, মিডিয়াকে তার দায়িত্বের জায়গাটুকু সতর্কতার সঙ্গেই পালন করতে হবে। কারণ মানুষের প্রত্যাশা পূরণে মিডিয়াই ভূমিকা রাখে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছেন গণমাধ্যমের উন্নতির জন্য। বর্তমান সরকার সে ধারাবাহিকতা অব্যাহত রাখছে। তিনি সরকারের বিভিন্ন খাতের সাফল্যের দিকগুলো তুলে ধরেন।

সর্বশেষ খবর