চলতি বছরের ৩১ মার্চ থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ৭০ দিনে বজ্রপাতে ১৭৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময়ের মধ্যে আহত হয়েছেন ৪৭ জন। এর মধ্যে শুধু কৃষি কাজ করতে গিয়েই মৃত্যু হয়েছে ১২২ জনের। বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন ১৫ জন। ঘরে অবস্থানকালীন বজ্রপাতে মারা গেছেন ১০ জন। নৌকায় মাছ ধরার সময় ছয়জন। মাঠে গরু আনতে গিয়ে পাঁচজন এবং মাঠে খেলা করার সময় তিন জনসহ বাড়ির আঙিনায় খেলা করার সময় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ভ্যান/রিকশা চালানোর সময় দুজন এবং গাড়ির ভিতরে অবস্থানকালীন বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বেসরকারি সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম দেশের জাতীয় দৈনিক, স্থানীয় পত্রিকা, টিভি ও অনলাইন নিউজ পোর্টাল থেকে এ তথ্য পেয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর বজ্রপাতে মৃত্যুর মোট সংখ্যার মধ্যে ১৪৯ জন পুরুষ এবং ২৮ জন নারী। নারী-পুরুষের মধ্যে শিশুর সংখ্যা ১৩ জন, কিশোর ছয় এবং কিশোরীর সংখ্যা তিন। এ বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বজ্রপাতে হতাহতের কোনো ঘটনা না থাকলেও মার্চের শেষ দিন থেকে মৃত্যুর ঘটনা শুরু হয়। চলতি মাসের প্রথম সপ্তাহেই মোট ৬৫ জন মারা যান। মৃত্যুর পাশাপাশি এ বছর বজ্রপাতে আহত হয়েছেন ৪৭ জন। এর মধ্যে ৪০ জন পুরুষ ও সাতজন নারী। চলতি বছর বজ্রপাতের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে সিরাজগঞ্জ জেলা। এ জেলায় চলতি বছরের মে এবং জুন মাসেই মারা গেছে ১৮ জন। এ ছাড়া এ চার মাসে জামালপুরে ১৪, নেত্রকোনায় ১৩, চাঁপাইনবাবগঞ্জে ১৬ ও চট্টগ্রামে ১০ জন মারা যান। বজ্রপাত থেকে রক্ষা পেতে সংগঠনটি বেশ কিছু দাবি বাস্তবায়নের কথা বলেন। এগুলো হচ্ছে- বজ্রপাতে ক্ষতিপূরণ সামলাতে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা। মাঠ, হাওর ও ফাঁকা কৃষিকাজের এলাকায় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা। এর ওপর বজ্র নিরোধক দন্ড স্থাপন করা। বিদেশ থেকে আমদানি করা থান্ডার প্রোটেকশন সিস্টেমের সব পণ্যে শুল্ক মওকুফ করা। সরকারিভাবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাড়ি বাড়ি বজ্র নিরোধক দন্ড স্থাপন করা।
শিরোনাম
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি