শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

টিকা নিয়ে কোনো রাজনীতি কাম্য নয়

মাহমুদ আজহার

টিকা নিয়ে কোনো রাজনীতি কাম্য নয়

ডা. বদরুদ্দোজা চৌধুরী

বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এ মুহূর্তে করোনা সংক্রমণ প্রতিরোধে টিকাই একমাত্র সমাধান। টিকা নিয়ে কোনো রাজনীতি কাম্য নয়। এ ইস্যুতে সব রাজনৈতিক দলকে মতৈক্যে পৌঁছতে হবে।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে মুঠোফোনে আলাপকালে এ কথা বলেন সাবেক এই রাষ্ট্রপতি।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, যত টাকাই লাগুক, দেশের অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ জনগণের জন্য টিকা চাই। এ নিয়ে আমরা অন্য কোনো কথা শুনতে চাই না। সরকারের শতভাগ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। সব কূটনৈতিক সোর্সকে কাজে লাগাতে হবে। থাকতে হবে রাজনৈতিক সদিচ্ছাও। তিনি বলেন, দেশের গরিব মানুষের জন্যই বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এটা ছাড়া কোনো উপায়ও ছিল না। তবে এটাও ঠিক, করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে, তাতে কঠোর সাবধানতা অবলম্বন করতে হবে। এ ব্যাপারে সব পক্ষকেই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। যেমন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লকডাউন দিয়ে সবার বাড়িতে দুই সপ্তাহের খাবার পাঠিয়ে দিয়েছেন। এটাই লকডাউনের আদর্শ হওয়া উচিত ছিল। আমাদের দেশেও দরিদ্রদের দুই সপ্তাহের জন্য এভাবে খাবার ব্যবস্থা করতে পারলে হয়তো কার্যকর আদর্শিক লকডাউন হতো। কিন্তু এটা সম্ভবও হবে না। সরকারের এত টাকা-পয়সাও নেই। তারপরও করোনা সংক্রমণ কমাতে সব পক্ষকে এক ধরনের ত্যাগ স্বীকার করতে হবে। মেডিসিন বিশেষজ্ঞ বি. চৌধুরী বলেন, আমাদের দেশে টিকা দেওয়ার ভালো ইতিহাস আছে। ৬০-৭০ ভাগ মানুষকে টিকা দেওয়ার সক্ষমতাও আমাদের আছে। এটা সরকারকে ভালোভাবে অনুধাবন করতে হবে। টিকা নিয়ে কোনো আপসকামিতা চলবে না। ৬০-৭০ ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে পারলে করোনা প্রতিরোধ করা সম্ভব, যা অন্যান্য দেশ করছে। যেভাবেই হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক এই টিকা সংগ্রহ করতে হবে। এ মুহূর্তে টিকাই একমাত্র সমাধান। তিনি বলেন, টিকা দেওয়া ও নেওয়ার মতো জনবল আমাদের আছে। নিজেদের টাকাই হোক আর বন্ধুরাষ্ট্রের সহযোগিতাই হোক টাকা সংগ্রহ করে টিকার ব্যবস্থা করতে হবে। সরকারের সব কূটনৈতিক সোর্সকে কাজে লাগাতে হবে। তবে টিকা পাওয়ার আগ পর্যন্ত আমাদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন, আমরা সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানছি না। হাটে বাজারে, বিপণিবিতানে মাস্ক ছাড়া অবাধে চলাফেরা করছে মানুষ। করোনা থেকে বাঁচতে টিকা দেওয়ার পাশাপাশি মাস্ক ব্যবহারের বিকল্প নেই। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এটা করতে হবে যতক্ষণ না আমরা দুই-তৃতীয়াংশ মানুষকে টিকার আওতায় না আনতে পারছি। আমি অনেক আগে বলেছিলাম, মাস্ক ব্যবহার করলে ৮০-৯০ ভাগ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর