রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সেই বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূলে

কলকাতা প্রতিনিধি

সেই বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূলে

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয় গতকাল কলকাতায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অফিসে তারই উপস্থিতিতে যোগ দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভর সদস্য    ডেরেক ও’ব্রায়েন। বাবুল সুপ্রিয় বলেন, ‘তৃণমূলে এলাম বলে বিজেপির পক্ষ থেকে প্রচুর কটাক্ষ আসবে তা আমি জানি। কিন্তু আমার সামনে বাংলার জন্য কাজ করার যে সুযোগ এসেছে তা হাতছাড়া করতে চাইনি। তাই তৃণমূলে যোগ দিয়েছি। দল আমাকে যে নির্দেশ দেবে আমি তা-ই করব।’ বাবুল সুপ্রিয় আগামীকাল তৃণমূল প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে পারেন। তিনি খুব শিগগিরই আসানসোলের লোকসভা সদস্য পদে ইস্তফা দেবেন। সূত্র জানান, সে ক্ষেত্রে তৃণমূলের রাজ্যসভা সদস্য অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনটিতে বাবুলকে প্রার্থী করা হতে পারে।

৩০ সেপ্টেম্বর বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচন। এ আসনে প্রার্থী মমতা ব্যানার্জি। উপনির্বাচনের আগে বাবুলের দল ছেড়ে তৃণমূলে যোগদান নিঃসন্দেহে বিজেপির কাছে বড় ধাক্কা। কারণ ওই উপনির্বাচনে বিজেপি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে তারকা প্রচারক তালিকায় নাম ছিল বাবুলের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর