রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি সরকারের জন্য আত্মঘাতী

এফবিসিসিআই

বিশেষ প্রতিনিধি

দেশে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি সরকারের জন্য একটি আত্মঘাতী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন, এই দুঃসময়ে পাইকারি পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি হলে তা বহুমাত্রিক মূল্যস্ফীতি উসকে দেবে। এতে বহুমুখী নেতিবাচক প্রতি?িয়ার উদ্ভব হবে। ফলে তা কৃষি, শিল্প, সেবা এবং সার্বিকভাবে সাধারণ জনগণের জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি করবে। অর্থনৈতিক উন্নয়নের চলমান ধারা মারাত্মক প্রতিবন্ধকতার সম্মুখীন হবে। গতকাল রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ‘বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব’ শীর্ষক সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে এসব কথা বলেন তিনি। মো. জসিম উদ্দিন বলেন, ‘কভিড এবং ইউ?েন পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধি, শিপিং ও পরিবহন ব্যয় অত্যধিক বেড়ে যাওয়ার প্রভাব আমাদের জাতীয় অর্থনীতিতে পড়েছে। উৎপাদন ব্যয় অত্যধিক বেড়ে যাওয়ায় আমাদের রপ্তানি খাতের পক্ষে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এ অবস্থায় বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে কস্ট অব ডুয়িং বিজনেস আরও বেড়ে যাবে। ফলে আমাদের উৎপাদন ও রপ্তানি খাতের প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না। মূল্যস্ফীতির কারণে জনজীবনে অস্থিরতার সৃষ্টি হবে। এ ছাড়া জাতীয় ভিশন-২০৪১, এসডিজি-২০৩০ অর্জন ও এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রেও বাধার সৃষ্টি হবে। এফবিসিসিআই সভাপতি জ্বালানি ও বিদ্যুৎ খাতের মূল্য বৃদ্ধির প্রস্তাবটি আপাতত স্থগিত রাখার দাবি জানিয়ে বলেন, ‘কভিড এবং ইউ?েন সংকটের কারণে বিশ্বব্যাপী বিরাজমান সংকটময় পরিস্থিতি প্রশমিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এতে সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার পাশাপাশি শিল্প খাতের সক্ষমতা বজায় থাকবে। সার্বিক অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। সেই সঙ্গে আমরা জাতীয় ভিশন-২০৪১, এসডিজি-২০৩০ অর্জন ও এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হব।’ তিনি সংকট উত্তরণে এফবিসিসিআইর আটটি সুপারিশ তুলে ধরেন। এগুলো হচ্ছে- ১. বার্ক আইনের উদ্দেশ্য পূরণকল্পে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সামগ্রিক ব্যবস্থাপনা আমূল সংস্কার করা। ২. সব ধরনের অনিয়ম, অপচয়, অবৈধ সংযোগসহ যাবতীয় অপব্যবস্থা জরুরি ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নিরসন করা। ৩. অদক্ষ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ করা। ৪. ব্যবহৃত বিদ্যুতের চেয়ে অতিরিক্ত ৩০% রিজার্ভ বিদ্যুতের সংস্থান করে অতিরিক্ত উৎপাদন বন্ধ করে অহেতুক খরচ কমিয়ে আনা। ৫. বিদ্যুৎ ক্যাপাসিটি চার্জ বাতিল করে অলস উৎপাদনকারীকে অর্থ পরিশোধ বন্ধ করা। ৬. ভর্তুকিপ্রাপ্ত জ্বালানি খাতের ওপর শুল্ক মূসক প্রত্যাহার করা। তবে প্রয়োজনে পরিমাণভিত্তিক ন্যূনতম শুল্ক আরোপ করা যেতে পারে। ৭. গ্যাসের মূল্য সব খাতের জন্য সাধারণ হারে নির্ধারণ করা এবং এই উদ্দেশ্যে বার্ক আইনের প্রবিধান অনুযায়ী গ্যাসের উৎপাদন ও বিতরণ খরচসহ অন্যান্য বিধিবদ্ধ খাত পর্যালোচনা করে গ্যাসের সরবরাহ মূল্য নির্ধারণ করা। ৮. সরবরাহ মূল্য বিদ্যমান হারে বজায় রেখে বাড়তি ব্যয় সরকারি ভর্তুকির মাধ্যমে সমন্বয় করা। মো. জসিম উদ্দিন বলেন, করোনা মহামারি কাটিয়ে সবাই যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সময় নয়। সরকারকে বেকায়দায় ফেলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকালের সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা আরও বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে কি না, এ সিদ্ধান্ত আসতে হবে রাজনৈতিকভাবে, আমলাদের থেকে নয়। এফবিসিসিআই সভাপতি বলেন, কুইক রেন্টালের একসময় প্রয়োজন ছিল। এখন আর এর প্রয়োজনীয়তা নেই। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা উচিত। অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করা উচিত। গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো অকার্যকর অবস্থায় পড়ে আছে। সরকার সেদিকে মনোযোগ না দিয়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। সরকারের ভুল পরিকল্পনার খেসারত শিল্প খাত বহন করতে পারে না। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি হবে সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এ সময় জসিম উদ্দিন বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়িয়ে এখন সরকারের উচিত হবে জ্বালানি ও বিদ্যুৎ খাতের আমূল সংস্কার আনা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা। বিদ্যুতের অতিরিক্ত উৎপাদন বন্ধ করে অহেতুক খরচ কমিয়ে আনা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম বলেন, দেশে এখন ডলারের সংকট চলছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পণ্যের দাম বাড়ছে। এখন যদি বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়, উৎপাদন খরচ বাড়বে, যার প্রভাব পড়বে ভোক্তার ওপর। এখন বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সময় নয়। বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রপ্তানি খাত যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হবে ভয়াবহ। প্রতিযোগী দেশের চেয়ে পিছিয়ে যাবে বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর