চারদিকে ঘিরে আছে আটলান্টিক মহাসাগর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক ভ্রমণ করেন। দ্বীপপুঞ্জের মধ্যে সুন্দরের আধার বলা হয় ডোমিনিকান প্রজাতন্ত্রকে। সেই ডোমিনিকায় আজ ও আগামীকাল দুটি টি-২০ ম্যাচ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। প্রথম টি-২০ খেলতে কতটা মানসিক প্রস্তুতি নিয়ে নামবে মাহমুদুল্লাহ বাহিনী? সেন্ট লুসিয়া থেকে সাড়ে ৫ ঘণ্টার ক্রুজ ভ্রমণে যেভাবে ডোমিনিকায় এসেছেন টাইগাররা, সেটা ছিল দুঃস্বপ্নের। বিভীষিকাময়, ভয়ংকর, ভয়াবহ ভ্রমণে বমি করতে করতে ক্রিকেটাররা পৌঁছান ডোমিনিকায়। নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে প্রায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। ক্রিকেটারদের এমন নিরাপত্তাহীন ভ্রমণের জন্য চরমভাবে সমালোচিত হচ্ছে বিসিবি। অবশ্য বিসিবির সিই নিজামুদ্দিন চৌধুরী সুজন বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন, ‘যখন কোনো দল খেলতে যায় অন্য একটি দেশে, তখন স্বাগতিক দেশ অতিথি দলকে সব ধরনের সহায়তা দেয়। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড স্বাগতিক, তারা বিসিবিকে আগেই জানিয়েছিল ক্রুজ ভ্রমণে সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকা যাওয়ার বিষয়টি। তারা এটাও নিশ্চিত করেছিল একই ক্রুজে ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও ম্যাচ রেফারি, আম্পায়াররাও যাবেন। আমাদের বলার কিছু ছিল না।’ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ক্রুজ ভ্রমণের প্রস্তাব বিসিবি কেন মেনে নিয়েছে? যেখানে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা নেই। টাইগারদের ডোমিনিকা যাওয়ার কথা ছিল দুই দিন আগে। কিন্তু সাইক্লোনের জন্য বৃহস্পতিবার সকাল ৭টায় সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস ফেরি টার্মিনাল থেকে পার্লে এক্সপ্রেস ফেরিতে মাহমুদুল্লাহরা রওনা দেন ফ্রেঞ্চ কলোনি মার্টিনেকের উদ্দেশে। টাইগার ক্রিকেটাররা এই প্রথম সমুদ্র পাড়ি দিলেন ফেরিতে। এ জন্য তারা ভীতও ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ আটলান্টিকের সৌন্দর্যে মুগ্ধ সবাই ছবি তুলছিলেন, গল্প করছিলেন। কিন্তু ডলফিন চ্যানেল পাড়ির সময় ঢেউয়ের ধাক্কায় ফেরি যখন টালমাটাল, ক্রিকেটাররা তখন ভীত হয়ে পড়েন। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, অধিনায়ক মাহমুদুল্লাহরা স্বাভাবিক ছিলেন। বিমানের সুযোগ থাকার পরও কেন ফেরিতে গেলেন ক্রিকেটাররা? ব্যাখ্যা দেন বিসিবি সিইও, ‘বিমানের ফ্লাইট যে নেই, এমন নয়। আমরা যোগাযোগ করেছি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে। তারা জানিয়েছে, আগে যেসব বিমান চলাচল করত, করোনাকালে সেসব বন্ধ হয়ে গেছে। তবে বাকি যেগুলো চলাচল করছে, সেগুলো আকারে ছোট। একসঙ্গে সব ক্রিকেটার যেতে পারবে না, দুই-তিন ভাগে যেতে হবে বলে ব্যবস্থা করেনি।’ সফরে আজ ও আগামীকাল দুটি টি-২০। ৭ জুলাই গায়ানায় তৃতীয় ও শেষ টি-২০। গায়ানাতেই ওয়ানডে সিরিজ তিনটি যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
মৃত্যুর মুখ থেকে ফিরলেন টাইগাররা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর