চারদিকে ঘিরে আছে আটলান্টিক মহাসাগর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক ভ্রমণ করেন। দ্বীপপুঞ্জের মধ্যে সুন্দরের আধার বলা হয় ডোমিনিকান প্রজাতন্ত্রকে। সেই ডোমিনিকায় আজ ও আগামীকাল দুটি টি-২০ ম্যাচ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। প্রথম টি-২০ খেলতে কতটা মানসিক প্রস্তুতি নিয়ে নামবে মাহমুদুল্লাহ বাহিনী? সেন্ট লুসিয়া থেকে সাড়ে ৫ ঘণ্টার ক্রুজ ভ্রমণে যেভাবে ডোমিনিকায় এসেছেন টাইগাররা, সেটা ছিল দুঃস্বপ্নের। বিভীষিকাময়, ভয়ংকর, ভয়াবহ ভ্রমণে বমি করতে করতে ক্রিকেটাররা পৌঁছান ডোমিনিকায়। নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে প্রায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। ক্রিকেটারদের এমন নিরাপত্তাহীন ভ্রমণের জন্য চরমভাবে সমালোচিত হচ্ছে বিসিবি। অবশ্য বিসিবির সিই নিজামুদ্দিন চৌধুরী সুজন বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন, ‘যখন কোনো দল খেলতে যায় অন্য একটি দেশে, তখন স্বাগতিক দেশ অতিথি দলকে সব ধরনের সহায়তা দেয়। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড স্বাগতিক, তারা বিসিবিকে আগেই জানিয়েছিল ক্রুজ ভ্রমণে সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকা যাওয়ার বিষয়টি। তারা এটাও নিশ্চিত করেছিল একই ক্রুজে ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও ম্যাচ রেফারি, আম্পায়াররাও যাবেন। আমাদের বলার কিছু ছিল না।’ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ক্রুজ ভ্রমণের প্রস্তাব বিসিবি কেন মেনে নিয়েছে? যেখানে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা নেই। টাইগারদের ডোমিনিকা যাওয়ার কথা ছিল দুই দিন আগে। কিন্তু সাইক্লোনের জন্য বৃহস্পতিবার সকাল ৭টায় সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস ফেরি টার্মিনাল থেকে পার্লে এক্সপ্রেস ফেরিতে মাহমুদুল্লাহরা রওনা দেন ফ্রেঞ্চ কলোনি মার্টিনেকের উদ্দেশে। টাইগার ক্রিকেটাররা এই প্রথম সমুদ্র পাড়ি দিলেন ফেরিতে। এ জন্য তারা ভীতও ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ আটলান্টিকের সৌন্দর্যে মুগ্ধ সবাই ছবি তুলছিলেন, গল্প করছিলেন। কিন্তু ডলফিন চ্যানেল পাড়ির সময় ঢেউয়ের ধাক্কায় ফেরি যখন টালমাটাল, ক্রিকেটাররা তখন ভীত হয়ে পড়েন। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, অধিনায়ক মাহমুদুল্লাহরা স্বাভাবিক ছিলেন। বিমানের সুযোগ থাকার পরও কেন ফেরিতে গেলেন ক্রিকেটাররা? ব্যাখ্যা দেন বিসিবি সিইও, ‘বিমানের ফ্লাইট যে নেই, এমন নয়। আমরা যোগাযোগ করেছি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে। তারা জানিয়েছে, আগে যেসব বিমান চলাচল করত, করোনাকালে সেসব বন্ধ হয়ে গেছে। তবে বাকি যেগুলো চলাচল করছে, সেগুলো আকারে ছোট। একসঙ্গে সব ক্রিকেটার যেতে পারবে না, দুই-তিন ভাগে যেতে হবে বলে ব্যবস্থা করেনি।’ সফরে আজ ও আগামীকাল দুটি টি-২০। ৭ জুলাই গায়ানায় তৃতীয় ও শেষ টি-২০। গায়ানাতেই ওয়ানডে সিরিজ তিনটি যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে