চারদিকে ঘিরে আছে আটলান্টিক মহাসাগর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক ভ্রমণ করেন। দ্বীপপুঞ্জের মধ্যে সুন্দরের আধার বলা হয় ডোমিনিকান প্রজাতন্ত্রকে। সেই ডোমিনিকায় আজ ও আগামীকাল দুটি টি-২০ ম্যাচ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। প্রথম টি-২০ খেলতে কতটা মানসিক প্রস্তুতি নিয়ে নামবে মাহমুদুল্লাহ বাহিনী? সেন্ট লুসিয়া থেকে সাড়ে ৫ ঘণ্টার ক্রুজ ভ্রমণে যেভাবে ডোমিনিকায় এসেছেন টাইগাররা, সেটা ছিল দুঃস্বপ্নের। বিভীষিকাময়, ভয়ংকর, ভয়াবহ ভ্রমণে বমি করতে করতে ক্রিকেটাররা পৌঁছান ডোমিনিকায়। নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে প্রায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। ক্রিকেটারদের এমন নিরাপত্তাহীন ভ্রমণের জন্য চরমভাবে সমালোচিত হচ্ছে বিসিবি। অবশ্য বিসিবির সিই নিজামুদ্দিন চৌধুরী সুজন বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন, ‘যখন কোনো দল খেলতে যায় অন্য একটি দেশে, তখন স্বাগতিক দেশ অতিথি দলকে সব ধরনের সহায়তা দেয়। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড স্বাগতিক, তারা বিসিবিকে আগেই জানিয়েছিল ক্রুজ ভ্রমণে সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকা যাওয়ার বিষয়টি। তারা এটাও নিশ্চিত করেছিল একই ক্রুজে ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও ম্যাচ রেফারি, আম্পায়াররাও যাবেন। আমাদের বলার কিছু ছিল না।’ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ক্রুজ ভ্রমণের প্রস্তাব বিসিবি কেন মেনে নিয়েছে? যেখানে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা নেই। টাইগারদের ডোমিনিকা যাওয়ার কথা ছিল দুই দিন আগে। কিন্তু সাইক্লোনের জন্য বৃহস্পতিবার সকাল ৭টায় সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস ফেরি টার্মিনাল থেকে পার্লে এক্সপ্রেস ফেরিতে মাহমুদুল্লাহরা রওনা দেন ফ্রেঞ্চ কলোনি মার্টিনেকের উদ্দেশে। টাইগার ক্রিকেটাররা এই প্রথম সমুদ্র পাড়ি দিলেন ফেরিতে। এ জন্য তারা ভীতও ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ আটলান্টিকের সৌন্দর্যে মুগ্ধ সবাই ছবি তুলছিলেন, গল্প করছিলেন। কিন্তু ডলফিন চ্যানেল পাড়ির সময় ঢেউয়ের ধাক্কায় ফেরি যখন টালমাটাল, ক্রিকেটাররা তখন ভীত হয়ে পড়েন। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, অধিনায়ক মাহমুদুল্লাহরা স্বাভাবিক ছিলেন। বিমানের সুযোগ থাকার পরও কেন ফেরিতে গেলেন ক্রিকেটাররা? ব্যাখ্যা দেন বিসিবি সিইও, ‘বিমানের ফ্লাইট যে নেই, এমন নয়। আমরা যোগাযোগ করেছি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে। তারা জানিয়েছে, আগে যেসব বিমান চলাচল করত, করোনাকালে সেসব বন্ধ হয়ে গেছে। তবে বাকি যেগুলো চলাচল করছে, সেগুলো আকারে ছোট। একসঙ্গে সব ক্রিকেটার যেতে পারবে না, দুই-তিন ভাগে যেতে হবে বলে ব্যবস্থা করেনি।’ সফরে আজ ও আগামীকাল দুটি টি-২০। ৭ জুলাই গায়ানায় তৃতীয় ও শেষ টি-২০। গায়ানাতেই ওয়ানডে সিরিজ তিনটি যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
মৃত্যুর মুখ থেকে ফিরলেন টাইগাররা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর