শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইউএনওর বিরুদ্ধে প্রহরীকে পিটিয়ে হাত পা ভাঙার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ইউএনওর বিরুদ্ধে প্রহরীকে পিটিয়ে হাত পা ভাঙার অভিযোগ

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পালের বিরুদ্ধে এক নৈশপ্রহরীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পেটানোর পর ওই নৈশপ্রহরীকে গলা ধাক্কা দিয়ে উপজেলা পরিষদ থেকে বের করে দেন বলে জানা গেছে। ভুক্তভোগী নৈশপ্রহরীর নাম আলমগীর হোসেন শেখ (৪৫)। তিনি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কার্যালয়ের নৈশপ্রহরী। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে তাকে মারধরের এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা প্রকৌশলী মাহবুবুল হকও সেখানে উপস্থিত ছিলেন বলে ভুক্তভোগী জানিয়েছেন। রাত সাড়ে ৮টার দিকে আলমগীরকে উপজেলা পরিষদ চত্বর থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জে।

ইউএনওর বিরুদ্ধে নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ তদন্তে গতকাল কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালাহউদ্দিন আহমেদকে কমিটির প্রধান করা হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কর্মচারীকে নির্যাতনের সত্যতা পাওয়া গেলে ইউএনওর বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর হোসেন বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয়। এর জেরে ইউএনও স্যারের কাছে আমার স্ত্রী মৌখিক অভিযোগ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নাইট ডিউটি করতে গেলে ইউএনও স্যার তাঁর কার্যালয়ের অন্ধকার কক্ষে নিয়ে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। কাকুতি-মিনতি করলাম, স্যার, আপনার পায়ে ধরি। কোনো কিছু শুনলেন না। কিছুতেই মন গলল না। মেঝেতে ফেলে গরুর মতো পেটালেন। হাত-পা ভেঙে দেওয়ার পর আমার অফিসের ইঞ্জিনিয়ার স্যার এসে চাবি কেড়ে নিলেন। এরপর দুজন অটোচালককে ডেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে উপজেলা পরিষদের বাইরে ফেলে দিতে বললেন। মসজিদের সামনে গিয়ে জ্ঞান হারাই।’ মারধরের অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেন, এটার পেছনে একটা গ্যাং আছে। ইউএনওকে বিতর্কিত করার জন্য কিছু লোক আছে, তারা সুযোগ নিচ্ছে এবং তাকে দিয়েই এটা করাচ্ছে।

 

সর্বশেষ খবর