শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ছাত্রলীগসহ তিন সংগঠনের সম্মেলনের তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগসহ তিন সংগঠনের সম্মেলনের তারিখ চূড়ান্ত

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর। এ ছাড়া মহিলা আওয়ামী লীগ ২৬ নভেম্বর, যুব মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের তারিখ ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। গতকাল বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তারিখ    চূড়ান্ত করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত করেছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্ব স্ব সংগঠনের সময় চাওয়া সাপেক্ষে প্রধানমন্ত্রী তারিখ নির্ধারণ করে দিয়েছেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ছাড়া আরও দুটি সংগঠনের সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হতে পারে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জাতীয় সম্মেলন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগেই চূড়ান্ত করা হবে। এ দুটি সংগঠনের সম্মেলনে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন।’ বর্তমানে আওয়ামী মহিলা লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ ও মৎস্যজীবী লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। এর মধ্যে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও তাঁতী লীগের কমিটি বর্তমানে মেয়াদোত্তীর্ণ। এ ছাড়া আওয়ামী লীগের গত জাতীয় সম্মেলনের আগে ২০১৯ সালের নভেম্বরে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তিন বছর মেয়াদি এই সংগঠনগুলোর কমিটির মেয়াদও শেষ হচ্ছে এ মাসেই। এ ছাড়া ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) দলটির ভাতৃপ্রতিম সংগঠন। দুই বছর মেয়াদি এই সংগঠনগুলোর কমিটিও মেয়াদোত্তীর্ণ। ছাত্রলীগের সবশেষ ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। চাঁদাবাজির দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়। এরপর ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জয়-লেখক।

অন্যদিকে প্রায় ১৪ বছর পর ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। এতে সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম সাধারণ সম্পাদক হন। তিন বছর মেয়াদি এই সংগঠনের মেয়াদ শেষ হয় ২০২০ সালের ৪ মার্চ। ২০১৭ সালের ১১ মার্চ যুব মহিলা লীগের সবশেষ সম্মেলন হয়েছিল। এতে নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছিলেন। ওই কমিটির মেয়াদও শেষ হয়েছে ২০২০ সালের ১১ মার্চ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর