শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্রুপ সেরা হওয়ার লড়াই

ব্রাজিলের সামনে ক্যামেরুন

গ্রুপ সেরা হওয়ার লড়াই

ক্যামেরুনের সঙ্গে ম্যাচে দৃষ্টি থাকবে কাসেমিরোর দিকে

‘আমরা পেলেকে নিয়ে বেশ চিন্তিত ছিলাম। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তাঁর সুস্থতা কামনা করছি। তিনি আমাদের দেশেরই কেবল নন, ইতিহাসের সেরা ফুটবলার।’ সংবাদ সম্মেলনে এসে কোনো প্রশ্নের আগেই বলে নিলেন ব্রাজিলের কোচ তিতে। পেলের শারীরিক অসুস্থতার খবরে বেশ উৎকণ্ঠায় ব্রাজিল দল। উৎকণ্ঠা পুরো ব্রাজিলে। পুরো ফুটবল দুনিয়ায়। ইতিহাসের সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা দুই বছর আগেই পরপাড়ে পাড়ি জমিয়েছেন। সেই শোক এখনো শেষ হয়নি ফুটবলপ্রেমীদের। পেলেকে নিয়ে তাই সব খানেই আছে শঙ্কা। ব্রাজিল দল আজ এই শঙ্কা নিয়েই বিশ্বকাপে জি গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ ক্যামেরুন। এই ম্যাচে একটা পয়েন্ট পেলেই গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে সিলেকাওদের। অবশ্য গ্রুপের অপর ম্যাচে সার্বিয়ার বিপক্ষে সুইসরা পয়েন্ট হারালে এমনিতেও গ্রুপ সেরা হবে ব্রাজিল। অপরাজেয় সিংহের দলখ্যাত ক্যামেরুনের মুখোমুখি ব্রাজিল। কাতার বিশ্বকাপে জি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফ্রিকান দলটির মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) অনুষ্ঠিত হবে ম্যাচটি। ক্যামেরুনের বিপক্ষে এর আগে ৬টা ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে পাঁচবারই জয় পেয়েছে সিলেকাওরা। একবার জয় পেয়েছে ক্যামেরুন। ২০০৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিলেন স্যামুয়েল ইতোরা। বিশ্বকাপে দুই দল দুবার মুখোমুখি হয়েছে। ১৯৯৪ সালে ব্রাজিল জয় পেয়েছে ২-০ গোলে। ২০১৪ সালে সিলেকাওরা ৪-১ গোলে হারিয়েছে ক্যামেরুনকে। ক্যামেরুন যে ভালো মানের দল এতে সম্মতি আছে ব্রাজিল কোচ তিতে এবং অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজের। গতকাল সংবাদ সম্মেলনে এসে দুজনেই জানিয়ে গেলেন প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা। তবে ব্রাজিল নিজেদের খেলাটাই খেলতে চায়। যেভাবে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটা খেলেছে। যেভাবে নেইমারকে ছাড়া খেলেছে দ্বিতীয় ম্যাচে। সুইজারল্যান্ডের বিপক্ষে অবশ্য বেশ ঘাম ঝরাতে হয়েছে ব্রাজিলকে। নেইমার না থাকায় আক্রমণের ধার অনেকটাই কমে গিয়েছিল। দ্রুতগতিতে আক্রমণে যেতে পারছিল না দলটা। তবে জয় নিয়েই মাঠ ছেড়েছে সিলেকাওরা।

তিতে আবারও বলে গেলেন, ‘আমাদের লক্ষ্য থাকে জয় নিয়ে মাঠ ছাড়ার। সেটা যেভাবেই হোক। খেলা প্রতিদিন একরকম হয় না। প্রতিপক্ষ বিবেচনায় রেখেই আমরা পরিকল্পনা সাজাই।’ সার্বিয়ার বিপক্ষে একরকম ব্রাজিলকে দেখা গেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে ছিল ভিন্ন ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে কি হলুদ জার্সিধারীদের নতুন কোনো রূপ দেখা যাবে! গতকাল দানি আলভেজও এসেছিলেন সংবাদ সম্মেলনে। এসে নানা প্রশ্নের উত্তর দেওয়ার ফাঁকে মজা করে বললেন, ‘আমি হয়তো নিজের সেরা ফর্মে নেই। আমার বয়সও হয়ে গেছে। সবাই ভাবছে, আমি বুড়ো হয়ে গেছি। বড় কোনো ক্লাবেও খেলছি না। যদি বার্সেলোনায় থাকতাম, তাহলে হয়তো এসব প্রশ্ন উঠত না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্বকাপের মাঠে নিজের সেরা খেলাটা খেলতে পারলাম কি না।’ আজই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে দেখা যেতে পারে দানি আলভেজকে। একদিকে ব্রাজিল আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে, অন্যদিকে ডিফেন্স লাইনের অন্যতম সেরা ড্যানিলো আছেন ইনজুরিতে। সব মিলিয়ে সাবেক বার্সা তারকা আজ খেলতে পারেন ক্যামেরুনের বিপক্ষে। তবে বিশ্বকাপে খেলতে পারলেন কি না তা নিয়ে ভাবছেন না আলভেজ। তিনি বলেন, ‘আমি ১৬ বছর ধরে ব্রাজিল দলের হয়ে খেলছি। এটা অনেক গৌরবের ব্যাপার। এই বিশ্বকাপে আমরা সবাই একটা লক্ষ্য নিয়েই এসেছি। আমার মিশন হলো, দলের কাজে লাগা। যে কোনোভাবে দলের কাজে লাগলেই হলো।’ ব্রাজিলের বিপক্ষে খেলতে নামার আগে কিছুটা নির্ভারই থাকছেন ক্যামেরুন কোচ রিগোবার্ট সঙ। তিনি বলেন, ‘ব্রাজিল নিঃসন্দেহে ফেবারিট দল। তবে আমরা নিজেদের সেরা খেলাটাই খেলতে চাই কাল (আজ)।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর