শিরোনাম
শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিকৃবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত ৬

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কমিটি পূর্ণাঙ্গ না করে অনুষদভিত্তিক কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নেই। আংশিক কমিটি দিয়েই চলছে কার্যক্রম। এই অবস্থায় সিকৃবি ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসাইন গতকাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ছাত্রলীগের কর্মিসভা আহ্বান করেন। বেলা আড়াইটার দিকে সভা শুরুর আগে বাধা দেন সহসভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন ও তাদের অনুসারী নেতা-কর্মীরা। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে উভয় গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন। সংঘর্ষ চলাকালে শাহপরাণ হলের কয়েকটি রুম ভাঙচুর করা হয়। ওই রুমগুলোতে সিকৃবি ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমানের অনুসারীরা থাকত বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান অভিযোগ করেন, কোনো ধরনের উসকানি ছাড়াই শরীফ হোসাইন, সাব্বীর মোল্লা ও সাংগঠনিক সম্পাদক আরমানের নেতৃত্বে হামলা হয়েছে। ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম স্থবির করে রাখতে এই হামলার ঘটনা বলে দাবি আশিকের। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনিরুল ইসলাম জানান, ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক এমাদুল হোসাইন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্রলীগের কর্মিসভা আয়োজনের জন্য অনুমতি চেয়েছিল। তাদের শান্তিপূর্ণভাবে সভা করার অনুমতি দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

শাহপরাণ থানার সহকারী কমিশনার মো. শাহজাহান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছে।

সর্বশেষ খবর