আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেছেন, পক্ষান্তরে নির্বাচন কমিশন বিএনপির দাবিই মেনে নিয়েছে। আমরা চেয়েছিলাম ৩০০ আসনেই ইভিএমে ভোট হোক। কিন্তু নির্বাচন কমিশন ব্যালটে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। যে দাবিটা ছিল মূলত বিএনপির। আশা করি এবার বিএনপি নির্বাচনে যাবে। বাস্তব কারণে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ নিয়ে প্রতিবাদও করছি না, স্বাগতও জানাচ্ছি না। গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। আবদুর রহমান বলেন, আমাদের দাবি উপেক্ষিত হয়েছে। বিষয়টি নিয়ে মর্মাহত। তারপরও নির্বাচন কমিশন স্বাধীন। এ নিয়ে কোনো প্রতিবাদ নেই। আশা করি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে। আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন। সেটা ইভিএমে হোক আর ব্যালটে হোক। সব দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দেশের মানুষ আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চায় সেটা সিদ্ধান্ত জানাবে। তিনি বলেন, আমরা মনে করি যে দলের প্রতি আস্থা রাখে, যে দলের প্রতি মানুষ অগাধ বিশ্বাস আছে, যার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে জনগণ সেই দলকে আবারও ক্ষমতায় নিয়ে আসবে। সেটা ইভিএমে হোক আর ব্যালটে হোক। তিনি আরও বলেন, আমরা দেশকে ডিজিটাল করতে পেরেছি। বহু নাগরিক সেবা ও সুবিধা এখন ডিজিটাল। তবে নির্বাচন কমিশন স্বাধীন। কী পদ্ধতিতে নির্বাচন হবে সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের আছে।