শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বাঙালি জাতিসত্তার উৎসমূল বৈশাখ

নিজস্ব প্রতিবেদক

বাঙালি জাতিসত্তার উৎসমূল বৈশাখ

সেলিনা হোসেন

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, বৈশাখ বাঙালি জাতিসত্তার উৎসমূল। নববর্ষে নিজেদের জাতিসত্তাকে উজ্জীবিত করে সারা আমরা বিশ্বে পৌঁছে যাব। নববর্ষের প্রত্যাশা নিয়ে তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, বাংলা নববর্ষ আবারও পূর্ণমাত্রায় আমাদের জীবন পরিচর্যায় ফিরে এসেছে। বাঙালির স্বপ্ন-সাধনা সবকিছু বাংলা নববর্ষের সূচনার মধ্য দিয়ে আমাদের মধ্যে মিশে যায়। আমরা বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। এ সবকিছু নিয়ে আমাদের গৌরব আজকে আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত। কথাসাহিত্যিক সেলিনা হোসেন আরও বলেন, নতুন বছর নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। আশা করব আমাদের মধ্যে বাঙালি সাংস্কৃতিক চিন্তা-চেতনা গভীরভাবে ফিরে আসবে। নতুন বছরে বাঙালি এবং বাংলাদেশ যেন অসাম্প্রদায়িক চিন্তায় একদম কঠিন অবস্থান গ্রহণ করে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা যেন আমাদের কোনো ধর্মের মানুষকে আঘাত না করে। স্বাধীনতার পর ’৭২ সালে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমার সামনে সবাই মানুষ; ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা মনে করি, আমাদের জাতিসত্তায় বাঙালির সব বৈশিষ্ট্য যেন থাকে। যে বৈশিষ্ট্য নিয়ে বাঙালি তার অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারে। তিনি বলেন, রমনা বটমূলে বোমা হামলার এত বছর পার হয়ে গেলেও এখনো আমাদের আতঙ্কে থাকতে হয়। আবার হয়তো বর্ষবরণের অনুষ্ঠানে খারাপ কিছু ঘটতে পারে এ আশঙ্কায় থাকি। এটা আমাদের জন্য খুবই লজ্জা এবং দুঃখের কথা। আমাদের সাংস্কৃতিক চেতনা যদি এভাবে আহত হয়, তাহলে আমরা মনে করি বাঙালির গৌরব খুবই ক্ষুণ্ণ হয়ে যাবে। তিনি আরও বলেন, রমজান মুসলমানদের জন্য পবিত্র মাস সেটা ঠিক আছে। তাই বলে এ মাসে আমাদের সাংস্কৃতিক বোধ এবং আমাদের নববর্ষ বিচ্ছিন্ন হয়ে যাবে- এমনটি মনে করার কোনো কারণ নেই।

সর্বশেষ খবর