নিজেদের মেয়াদে যত নির্বাচন হবে সব একই মানের নির্বাচন করার প্রচেষ্টার কথা জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, তাদের ওপর কোনো চাপ নেই, স্বাধীনভাবে কাজ করছে। নির্বাচন কমিশনের সক্ষমতা ভালো থাকলেও যারা ইসির সমালোচনা করার তারা তা চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন তিনি। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন এ নির্বাচন কমিশনার। ইভিএমে ভোটের ফলাফল বিলম্ব হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, গাজীপুর বেশ বড় সিটি করপোরেশন, অনেক প্রার্থী ছিলেন, তাই ফল দিতে সময় লেগেছে। তবে সংসদ নির্বাচনে ফলাফল দিতে এত সময় লাগবে না। কারণ, সংসদ নির্বাচনে কোনো কাউন্সিলর পদপ্রার্থী থাকবে না। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। তাই আমরা বলতে পারি না জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। কিন্তু আমরা সব দলকে বলব নির্বাচনে অংশগ্রহণের জন্য। বৃহস্পতিবার গাজীপুর সিটি নির্বাচনের পর সামনে আরও চারটি সিটি নির্বাচন জুন মাসে রয়েছে। সব নির্বাচন গাজীপুরের মতো ভালো করার আশ্বাস দিয়েছে ইসি। গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থী, ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের সহযোগিতা সবার ভূমিকার কথা তুলে ধরে এক প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে। সবার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সবার সমান দায়িত্বপালন করার জন্য এবং ন্যায়সঙ্গত দায়িত্বপালন করার কারণে এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, শুধু গাজীপুরের ক্ষেত্রে না, আমরা সবসময় বলেছি যে, নির্বাচনটা সুষ্ঠু হবে, সুন্দর হবে। আমাদের কাজ হলো যেসব রাজনৈতিক দল নির্বাচনে আসবে তাদের সবাইকে সমান সুযোগ যেটা আমাদের পক্ষ থেকে দিতে হবে এবং সবার জন্য সমান মাঠ রাখব। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা আমরা করব। ইসির সক্ষমতা কি বেড়েছে- জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের সক্ষমতা আগে যেমন ছিল, এখনো তেমনই আছে। বাড়েওনি কমেওনি। আমরা আসার পর যতগুলো নির্বাচন হয়েছে, সহিংসতার ঘটনা কিন্তু ঘটেনি। যারা সমালোচনা করেন তারা তো সমালোচনা করবেনই। তারা ভালো হলেও করেন, খারাপ হলেও করেন। তারা সমালোচনা করবেনই। কিন্তু যারা ভোট দিয়েছেন, কেন্দ্রে ছিলেন তারা কেউ বিরুদ্ধে কিছু বলছেন না বলে উল্লেখ করেন। মার্কিন নতুন ভিসা নীতির সঙ্গে ইসির সুষ্ঠু ভোটের কোনো সম্পর্ক বা চাপ দেখছে না নির্বাচন কমিশনার মো. আলমগীর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাজ হলো নির্বাচন কমিশনের যে আইন-কানুন আছে, বিধি আছে, ম্যানুয়াল আছে সে অনুযায়ী সঠিকভাবে কাজগুলো করা। শুধু গাজীপুর কেনো, আমাদের সময়ে যত নির্বাচন হবে। সব একই মানের করার চেষ্টা করব। এ নির্বাচন কমিশনার জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। তাদের কোনো নির্দেশনা আসে নি। যেকোনো পরিস্থিতে যেকোনো পরিবেশে ইসির দায়িত্ব হলো আইন মেনে সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করা। যা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে করে আসছি এবং যতদিন আমরা আছি সেভাবে করব। প্রথম দিক থেকেই বলছি আমাদের কেউ চাপ দেয় না। আমরা কারও কাছ থেকে চাপ নেইও না। আমরা প্রথম থেকেই মুক্ত আছি। ইনশা আল্লাহ শেষ পর্যন্ত মুক্ত থাকব।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ