বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা
ড. ইউনূসের পক্ষে বিবৃতি

দুরভিসন্ধিমূলক বলছে ঢাবি শিক্ষক সমিতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। ‘মানি লন্ডারিংয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই মামলা করা হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ মামলা করায় ড. ইউনূসের পক্ষে বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন। তবে এসব বিবৃতিকে ‘আইনের শাসনের পরিপন্থী ও দুরভিসন্ধি’ বলে মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভুইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত বিবৃতিতে এ মন্তব্য করা হয়। এ ছাড়াও দুদকের মামলাকে কেন্দ্র করে মহল বিশেষের অশুভ তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের মাধ্যমে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন। এ জন্য তিনি আইনের ঊর্ধ্বে কেউ নন। সুতরাং ড. ইউনূসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে তা অবশ্যই বিচারিক প্রক্রিয়ায় আসতে হবে। এটিই সভ্য সমাজের রীতি। বিএনপিপন্থি বিবৃতি প্রদানকারীদের দিকে ঈঙ্গিত করে বলা হয়, ‘১৯৭৮ সালে একজন অবৈধ সামরিক স্বৈরশাসকের প্রদত্ত রাষ্ট্রপতি পুরস্কারই প্রমাণ করে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের সম্পর্ক অনেক পুরনো।’ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশবিরোধী প্রচার-প্রচারণা ও বিরাজনীতিকরণের ধারা প্রতিষ্ঠার অনুঘটকদের সঙ্গে ড. ইউনূসের রয়েছে দীর্ঘদিনের সখ্য। এ কারণেই ড. ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রতিবাদ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতির কথা তুলে এনে বস্তুত অর্থে তারা ঘোলাজলে মাছ শিকারের অপতৎপরতার বিষয়টিই স্বীকার করে নিলেন।

সর্বশেষ খবর