রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

চূড়ান্ত সীমানা ৩০০ আসনে

পরিবর্তন ১০টিতে

নিজস্ব প্রতিবেদক

চূড়ান্ত সীমানা ৩০০ আসনে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সীমানায় ১০টি সংসদীয় আসনে পরিবর্তন এনেছে ইসি। তবে বড় পরিবর্তন এসেছে চারটি আসনে। এ ছাড়া ছয়টি আসনে নতুন প্রশাসনিক এলাকা যুক্ত করা হয়েছে। একটি আসনের উপজেলার নাম সংশোধন হয়েছে। বাকিগুলোয় সীমানায় কোনো পরিবর্তন আনা হয়নি। ১ জুন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল গেজেট আকারে জারি হয়েছে। যে ১০ আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেগুলো হলো : পিরোজপুর-১, পিরোজপুর-২, কুমিল্লা-১, কুমিল্লা-২, ফরিদপুর-২, ফরিদপুর-৪, গাজীপুর-২, গাজীপুর-৫ এবং নোয়াখালী-১ ও নোয়াখালী-২। এর মধ্যে চারটি আসনের সীমানায় এসেছে বড় পরিবর্তন। তবে ময়মনসিংহ সিটি করপোরেশন নতুন হওয়ায় তা যুক্ত হয়েছে ময়মনসিংহ-৪ আসনে; একইভাবে নতুন প্রশাসনিক এলাকা যুক্ত হয়েছে মাদারীপুর-৩, সুনামগঞ্জ-১, সিলেট ১, সিলেট-৩, কক্সবাজার-৩ আসনে। এ ছাড়া সুনামগঞ্জ-৩ আসনে একটি উপজেলার সংশোধিত নাম যুক্ত করা হয়েছে।

সংসদীয় আসনের সীমানার প্রাথমিক খসড়া ২৬ ফেব্রুয়ারি প্রকাশ করে নির্বাচন কমিশন। এ নিয়ে দাবি কিংবা আপত্তি জমা দিতে ১৯ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে ৩৮ আসনের বিপরীতে শতাধিক আবেদন পড়ে। সেগুলোর ওপর ৩ থেকে ১৪ মে শুনানি হয়। এরপর সব বিচার-বিশ্লেষণ শেষে কমিশন সবকিছু চূড়ান্ত করে জুনের মধ্যে গেজেট প্রকাশের রোডম্যাপ রাখে। ৩৮ আসনে দাবি-আপত্তির আবেদন এলেও ১০-১২টি আসনের বিষয়ে যুক্তিতর্ক ও বিশ্লেষণগুলোই বেশি আমলে নিয়ে পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনা করে দেখা গেছে, বিগত একাদশ সংসদ নির্বাচনের সময় পিরোজপুর-১ আসনটি পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত ছিল। নতুন সীমানায় এ আসনটিতে থাকছে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা। এ ছাড়া পিরোজপুর-২ আসনটি কাউখালী, ভান্ডারিয়া ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত ছিল। নতুন সীমানায় এ আসনটিতে থাকছে কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলা। কুমিল্লা-১ আসন ছিল দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে। নতুন সীমানায় এ আসন হবে দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে। আর কুমিল্লা-২ আসনটি ছিল হোমনা ও তিতাস উপজেলা নিয়ে, নতুন সীমানায় সেটা হবে হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে। ফরিদপুর-২ আসন নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ছিল। নতুন সীমানায় এ আসন থেকে কৃষ্ণপুর ইউনিয়ন বাদ দেওয়া হয়েছে। সেটা যুক্ত করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সঙ্গে। আগের সীমানায় ফরিদপুর-৪ আসন ভাঙ্গা ও চরভদ্রাসন এবং কৃষ্ণপুর ইউনিয়ন ছাড়া সদরপুর উপজেলা নিয়ে গঠিত ছিল। নতুন সীমানায় এ আসনটি হবে ভাঙ্গা, চরভদ্রাসন, কৃষ্ণপুর ইউনিয়নসহ পুরো সদরপুর উপজেলা নিয়ে। নোয়াখালী-১ ও ২ আসনের সীমানায় একটি ইউনিয়ন রদবদল করা হয়েছে। নোয়াখালী-১ থেকে বজরা ইউনিয়ন কেটে নোয়াখালী-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। নোয়াখালী-১ আসন চাটখিল উপজেলা এবং বারগাঁও, নাটেশ্বর ও অম্বরনগর ইউনিয়ন বাদে সোনাইমুড়ী উপজেলা নিয়ে গঠিত ছিল। সীমানা পুনর্নির্ধারণের কারণে সেটি হবে চাটখিল উপজেলা এবং বারগাঁও, নাটেশ্বর, অম্বরনগর ও বজরা ইউনিয়ন বাদে সোনাইমুড়ী উপজেলা নিয়ে। আর নোয়াখালী-২ আসন সেনবাগ উপজেলা এবং সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর ও অম্বরনগর নিয়ে গঠিত ছিল। নতুন সীমানায় এটি হবে সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর, অম্বরনগর ও বজরা ইউনিয়ন নিয়ে। গাজীপুর-৫ আসন থেকে গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কেটে যুক্ত করা হয়েছে গাজীপুর-২ আসনে। কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের আয়োজন করবে। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কে এম নূরুল হুদা কমিশন ২০১৮ সালের ৩০ এপ্রিল ২৫টি আসনের সীমানায় পরিবর্তন এনে গেজেট প্রকাশ করে। এর আগে ১৯৮৪ ও ১৯৯১ সালের পর ২০০৮ সালে ড. এটিএম শামসুল হুদা কমিশন নবম সংসদ নির্বাচনের জন্য শতাধিক আসনে সীমানা পরিবর্তন আনে। এরপর কাজী রকিবউদ্দীন আহমদ কমিশন দশম সংসদ নির্বাচনে ৫০টি আসনে ছোটখাটো পরিবর্তন আনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর