মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রাহুলকে ঘিরে উচ্ছ্বাস কংগ্রেসের

কলকাতা প্রতিনিধি

রাহুলকে ঘিরে উচ্ছ্বাস কংগ্রেসের

রাহুল গান্ধী সংসদ সদস্য পদ ফিরে পাওয়ায় উচ্ছ্বাসে মত্ত হয়েছে ভারতের কংগ্রেস দল। প্রায় চার মাস পর গতকাল সংসদে ফিরলে কংগ্রেস সদস্যরা এই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটান।

গতকাল লোকসভার সচিবালয় থেকে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, লোকসভার সদস্য হিসেবে রাহুল গান্ধীর অযোগ্যতা সম্পর্কিত বিষয়টি প্রত্যাহার করা হয়েছে এবং তার সংসদ সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। এরপর গতকাল সংসদ ভবনে পৌঁছতেই কংগ্রেসের সংসদ সদস্যদের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়ে। কংগ্রেসের পাশাপাশি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’র অনেক সংসদ সদস্যই প্রধান ফটকে এসে তাকে স্বাগত জানান। এ সময় তারা ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ ‘রাহুল গান্ধী আগে চলো, দেশ তোমার সঙ্গে আছে’ ‘ইন্ডিয়া’ বলে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। অনেককেই নিজেদের মোবাইলে রাহুলের ছবি ধারণ করতে দেখা যায়। এরপর সংসদ চত্বরে জাতির পিতা মহাত্মা গান্ধীর মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করেন রাহুল। সেখানেও ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ ও ‘সত্যমেব জয়তে’ বলে স্লোগান দিতে থাকেন কংগ্রেস সংসদ সদস্যরা। পাশাপাশি গণমাধ্যমের কর্মীরাও ভিড় জমান রাহুলের ছবি তোলার জন্য। এদিকে দিল্লিতে কংগ্রেসের সদর দফতর এবং ১০ নম্বর জনপথে অবস্থিত সোনিয়া গান্ধীর বাসভবনের বাইরেও বিজয় উল্লাস শুরু হয়। রাহুলের ছবি দেওয়া ফ্লেক্স নিয়ে রঙিন পোশাকে সেজে চলে নাচ-গান, লাডু বিতরণ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও দেখা যায় তার চেম্বারে বসে নিজের দলের সংসদ সদস্য এবং বিরোধী দলের সংসদ সদস্যদের মিষ্টি খাওয়াতে।

সর্বশেষ খবর