শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গাজায় নিহত ২৭ হাজার ছাড়াল

প্রতিদিন ডেস্ক

গাজায় নিহত ২৭ হাজার ছাড়াল

ইসরায়েল ও গাজার মধ্যকার চলমান সংঘাতে হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সংখ্যা ২৭ হাজার ১৯। আহত ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। চরম সংকটময় এ পরিস্থিতিতে চলছে যুদ্ধবিরতির জোর তৎপরতা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও গাজায় শান্তির আহ্বান জানিয়েছেন। চার মাস ধর উপত্যকাটির বিভিন্ন প্রান্ত কেঁপে উঠছে ইসরায়েলের বোমা ও গোলার আঘাতে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গতকার গাজা নগরের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ছুড়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে এ অঞ্চলের রেমাল ও তাল আল-হাওয়ায়। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। উপত্যকার দক্ষিণে জায়তুন এলাকায় ইসরায়েলের যুদ্ধবিমানের বোমার আঘাতেও কয়েকজন হতাহত হয়েছে। গাজার মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বোমা হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। এ অঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় বোমায় নিহত হয়েছে আরও একজন। এরই মধ্যে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আবাসিক ভবনগুলোয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আগুন দিচ্ছে ইসরায়েলি সেনারা।

সর্বশেষ খবর