ইমেরিটাস অধ্যাপক এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেছেন, বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে পৃথিবীর গড় তাপমাত্রা দেড় ডিগ্রি বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে। সারা পৃথিবীর তাপমাত্রাই বৃদ্ধি পেয়েছে। উত্তর গোলার্ধ্বে একটু বেশি বৃদ্ধি পেয়েছে। রুমের তাপমাত্রার তুলনায় বাতাসের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। বাতাসের সার্কুলেশন বদলে গেছে। এ জন্য তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। এটা পুরো দক্ষিণ ও পূর্ব এশিয়াজুড়েই হচ্ছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক আইনুন নিশাত বলেন, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে তাপমাত্রা তুলনামূলক বেশিই হয়। এ সময় ৩৬, ৩৮, ৪০ ডিগ্রি তাপমাত্রা হওয়াটা খুবই স্বাভাবিক। এখন কোনো বছর তাপমাত্রা ৪১ ডিগ্রি হলো, আবার কোনো বছর হলো ৪০.৮ ডিগ্রি। আমার কাছে এই দুই তাপমাত্রার মধ্যে তেমন পার্থক্য মনে হয় না। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, গত বছর পৃথিবীর তাপমাত্রা দেড় ডিগ্রির বেশি বৃদ্ধি পেয়েছিল। বিশ্বনেতারা প্রতিজ্ঞা করেছিল ২০৩০ সালের মধ্যে তারা দেড় ডিগ্রির ওপরে উঠতে দিবে না। এ ছাড়া ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা যেন দুই ডিগ্রির বেশি বৃদ্ধি না পায় সেই প্রতিজ্ঞাও করা হয়েছিল। কিন্তু ২০৩০ সালে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির যে লক্ষ্য ছিল তা ২০২৩ সালেই অতিক্রম করেছে। তিনি আরও বলেন, আরব আমিরাতে ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাদের দেশে বছরে ১৫০-২০০ মিলিমিটার বৃষ্টি হয়। জলবায়ু পরিবর্তনের ফলে প্রচুর বৃষ্টি হওয়ার কথা আমরা সবসময়ই বলে আসছি। হঠাৎ করে প্রচুর বৃষ্টি হওয়া আগে অনেক কম হতো। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে এটা ঘন ঘন হচ্ছে।
শিরোনাম
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭