ইমেরিটাস অধ্যাপক এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেছেন, বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে পৃথিবীর গড় তাপমাত্রা দেড় ডিগ্রি বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে। সারা পৃথিবীর তাপমাত্রাই বৃদ্ধি পেয়েছে। উত্তর গোলার্ধ্বে একটু বেশি বৃদ্ধি পেয়েছে। রুমের তাপমাত্রার তুলনায় বাতাসের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। বাতাসের সার্কুলেশন বদলে গেছে। এ জন্য তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। এটা পুরো দক্ষিণ ও পূর্ব এশিয়াজুড়েই হচ্ছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক আইনুন নিশাত বলেন, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে তাপমাত্রা তুলনামূলক বেশিই হয়। এ সময় ৩৬, ৩৮, ৪০ ডিগ্রি তাপমাত্রা হওয়াটা খুবই স্বাভাবিক। এখন কোনো বছর তাপমাত্রা ৪১ ডিগ্রি হলো, আবার কোনো বছর হলো ৪০.৮ ডিগ্রি। আমার কাছে এই দুই তাপমাত্রার মধ্যে তেমন পার্থক্য মনে হয় না। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, গত বছর পৃথিবীর তাপমাত্রা দেড় ডিগ্রির বেশি বৃদ্ধি পেয়েছিল। বিশ্বনেতারা প্রতিজ্ঞা করেছিল ২০৩০ সালের মধ্যে তারা দেড় ডিগ্রির ওপরে উঠতে দিবে না। এ ছাড়া ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা যেন দুই ডিগ্রির বেশি বৃদ্ধি না পায় সেই প্রতিজ্ঞাও করা হয়েছিল। কিন্তু ২০৩০ সালে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির যে লক্ষ্য ছিল তা ২০২৩ সালেই অতিক্রম করেছে। তিনি আরও বলেন, আরব আমিরাতে ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাদের দেশে বছরে ১৫০-২০০ মিলিমিটার বৃষ্টি হয়। জলবায়ু পরিবর্তনের ফলে প্রচুর বৃষ্টি হওয়ার কথা আমরা সবসময়ই বলে আসছি। হঠাৎ করে প্রচুর বৃষ্টি হওয়া আগে অনেক কম হতো। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে এটা ঘন ঘন হচ্ছে।
শিরোনাম
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর