ঢাকায় মার্কিন দূতাবাসে ‘জরুরি নন’ এমন সব কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মিলার আরও বলেন, বাংলাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আগেই আমাদের উদ্বেগের কথা পরিষ্কারভাবে জানিয়েছি। ঢাকায় আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব বিকল্প পর্যালোচনা করছি। সেখানকার মার্কিন দূতাবাসের জরুরি নন, এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় সে দেশ ত্যাগ করার বিষয়টি আমরা অনুমোদন করেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের কনস্যুলার ও অন্যান্য সেবা দিতে দূতাবাস খোলা রয়েছে। যে কোনো মার্কিন নাগরিককে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়া আমাদের কাছে অবশ্যই প্রথম অগ্রাধিকারের বিষয়। যে কোনো মার্কিনই তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন। তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা উৎসাহিত করছি। ঢাকায় মার্কিন দূতাবাস পুরোদমে চালু আছে কি না এমন এক প্রশ্নের জবাবে মিলার বলেন, এটা চালু আছে।