আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াতের টার্গেট শেখ হাসিনা সরকারের পতন। আজকে যে পরিস্থিতি তা আরও খারাপ হতে পারে। শত্রুরা আড়ালে-আবডালে আরও প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে। সাহস করে এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।
গতকাল তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড নেতাদের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকান্ড ও হত্যাকান্ডের তদন্ত করে বিচার করতে কমিটি গঠন করা হয়েছে। সবাইকে বিচারের আওতায় আনা হবে। ছাত্রদের কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামায়াত তাদের পরিচিত আগুনসন্ত্রাস করেছে। দেশের অর্জন ধ্বংসস্তূপে পরিণত করতে চেয়েছে। বিএনপি সারি সারি লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ঢাকা ১১, ১৪, ১৫, ১৬ আসনের দলীয় সংসদ সদস্যসহ এসব এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এর আগে গতকাল দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। খাদ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফি। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডা. দীলিপ কুমার রায়।