অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের জন্য আজ দেশে ফিরছেন নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। দুবাই থেকে একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। রাতেই তিনি শপথ গ্রহণ করবেন। প্রফেসর ইউনূস বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে নাম আসার পর বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা ছড়িয়ে দেওয়ার কাজে নিয়োজিত ক্ষুদ্রঋণের এই প্রবক্তা এখন সব মহলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
সাজা বাতিল : শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের ছয় মাসের সাজা বাতিল করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। গতকাল শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। পরে আবদুল্লাহ আল মামুন উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা আগেই বলেছিলাম, এই সাজা টিকবে না। তাঁকে (ড. ইউনূস) অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। তিনি বলেন, সাজা বাতিল হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাঁর শপথ নিতে কোনো আইনগত বাধা থাকল না। চলতি বছরের ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ মামলায় অন্য আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।