রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির শতবর্ষী বাসভবন পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা নিয়ে সুপারিশ করতে একটি সাব কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে করা বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নিজেই বাসভবন নিয়ে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন। বৈঠকে উপস্থিত একাধিক নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রবিবার এ বিশেষ সভা আহ্বান করেন প্রধান বিচারপতি। সেদিন সুপ্রিম কোর্ট সূত্র জানান, প্রধান বিচারপতির বাসভবনের ঐতিহ্যগত দিক বিবেচনা করে এ ভবনটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে বিচারপতিদের মতামত নিতে প্রধান বিচারপতি এ সভা আহ্বান করেন। এর আগে ১০ অক্টোবর এক বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের দিন প্রধান বিচারপতির বাসভবনে অনাকাক্সিক্ষত ক্ষয়ক্ষতির ঘটনা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ স্থাপনাটি স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেন। সে উদ্যোগের প্রথম পদক্ষেপ হিসেবে ২৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে সভা করেন প্রধান বিচারপতি। ওই সভায় ভবনটি সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে তা সংরক্ষণের প্রাথমিক সিদ্ধান্ত হয়। সে সিদ্ধান্তের ধারাবাহিকতায় গতকালের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্র জানান। জানা গেছে, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকাকে পূর্ববঙ্গ ও আসামের রাজধানী করার পর উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য যেসব আবাসিক ভবন নির্মাণ করা হয়েছিল, সেসব ভবনের একটি হচ্ছে হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবন। মুঘল ও ইউরোপীয় স্থাপত্যশৈলীর মিশ্রণে ১৯০৮ সালে ভবনটি নির্মাণ করা হয়। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ভবনটি বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হলেও পঞ্চাশের দশক থেকে প্রধান বিচারপতির বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
শিরোনাম
- মেগা প্রকল্পগুলোতে স্বচ্ছতার অভাব রয়েছে
- আজ ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
- মূল্যস্ফীতির আগুন নেভাতে গিয়ে পানির পরিবর্তে তেল ঢালা হয়েছে
- অর্থনৈতিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে
- বেদুইনের সেরা বন্ধু ‘সালুকি’ রক্ষায় সৌদি আরবের উদ্যোগ
- সিরাজ কেন দলে নেই, যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক রোহিত
- শীতে কাঁপছে পঞ্চগড়
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপির একগুচ্ছ কর্মসূচি
- মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গণগ্রেফতার শুরু
- লা লিগায় ফিরে আবারও ছন্দ হারালো বার্সেলোনা
- তাপমাত্রা কমার আভাস
- ‘হেমলক সোসাইটি’র সিকুয়েলের নায়িকার খোঁজ মিলেছে
- সেই প্রত্যাবর্তন পর্ব রচিত হচ্ছে কোহলির
- গাজার ‘যুদ্ধবিরতি সাময়িক’ উল্লেখ করে যে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু
- ট্রাম্পের অভিষেকের প্রতিবাদে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ
- প্রথম ধাপে এক হাজার ৮৯০ এর বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
- গাজায় আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর
- নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৭০
- ফর্টিসের সঙ্গে কিংসের ড্র
- কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ