ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সাজ্জাত আলী বলেছেন, ‘গণ-মামলায় গণ-আসামি থাকবে না। যেসব বাদী মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হবে। মামলা অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আগস্টের ঘটনায় যে সাংবাদিকদের মামলার আসামি করা হয়েছে তদন্তে তারাও বাদ পড়বেন। গতকাল দুপুরে ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর সঙ্গে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)-এর নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ ক্র্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডিএমপি কমিশনার বলেন, গত ৫ আগস্টের পর ঢাকার বিভিন্ন থানায় অনেক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বাদী ইচ্ছা করে অনেক আসামি করেছেন। তবে এসব গণ-মামলায় গণ-আসামি থাকবে না। তদন্ত শেষে নির্দিষ্ট ঘটনায় যেসব আসামির সম্পৃক্ততা পাওয়া যাবে ঠিক তাদের নাম মামলায় থাকবে।
জুলাই-আগস্ট পুলিশের ভূমিকা সঠিক ছিল না উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, এত লোকের মৃত্যু হওয়ার কথা না। ভারী অস্ত্র ব্যবহার করা ঠিক হয়নি। মামলা এবং গ্রেপ্তার বাণিজ্যে কিছু পুলিশ সদস্য জড়িত ছিলেন। এ কারণে ৫ আগস্টের পর পুলিশ নেতৃত্বশূন্য হয়ে যায়। ভয়াবহ আতঙ্কের মধ্যে পড়ে যায় অন্য পুলিশ সদস্যরা।